আ.বিমা টাইমস, প্যারিস প্রতিনিধি :  ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাংলাদেশি বংশোদ্ভূত সাফল্য পেয়েছে অনিন্দ্য মন্ডল। এমন সাফল্যে তার পরিবারসহ বন্ধুস্বজনও উচ্ছ্বসিত। গত সপ্তাহে প্যারিস শহরে ‘Festival International Generation Court’ নামের একটি আন্তর্জাতিক ফিল্ম সংস্থা এটির আয়োজন করে।

প্রোজে জেনারেশিও কোওর ২০২২ , ছবি:সংগৃহীত

প্রোজে জেনারেশিও কোওর ২০২২ (Project Génération Court 2022) প্রকল্পের আওতায় অনিন্দ্য মন্ডল ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিমার্ণ করে ‘La Plume’ (পালক) EICAR পুরষ্কার পেয়েছে। এই ‘ইকার’ পুরষ্কারের জন্য অনিন্দ্য ‘The International Film and Television School in Paris’- এ তিন বছরের জন্য Scholarship পেয়েছে।

ফেসবুক এক বার্তায় তার পিতা কিরণময় মন্ডল লিখেছেন, আমাদের প্রথম সন্তান অনিন্দ্য মন্ডল-এর ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘La plume’ (পালক) EICAR পুরষ্কার পেয়েছে! এই ‘ইকার’ পুরষ্কারের জন্য অনিন্দ্য ‘The International Film and Television School in Paris’- এ তিন বছরের জন্য Scholarship পেয়েছে। গতকালের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগের পুরষ্কারের মধ্যে এটি অন্যতম। বিগত এক বছর এই করোনা ভয়কে পিছনে ফেলে এতো ছুটোছুটি করে এই ছবি করাটা অনি-র সার্থক হয়েছে। চলচ্চিত্র তৈরির জন্য বিখ্যাত কোন স্কুলে লেখাপড়া করার ইচ্ছেটা মনের মধ্যে দীর্ঘদিন পুষে রেখেছিল। সেজন্য অনিন্দ্য ভীষণ খুশি! যাঁরা ওকে ছবি তৈরিতে সহযোগিতা করেছেন, ওর সাফল্য কামনা করেছেন অনি সকলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে গতকাল মঞ্চে দাঁড়িয়ে।‘

তিনি আরও লিখেছেন, ‘আমাদের নিজস্ব ব্যস্ততাতে ভুলতেই বসেছিলাম যে আমাদের অনি বড় হয়েছে! গতকাল ওর ছবি দেখে যতটা অবাক হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছি ছবির বাইরে ছবি তৈরির ছবি দেখে! পরিচালক হিসেবে কে কিভাবে টোটাল টিমকে নেতৃত্ব দিয়েছে কর্তৃপক্ষ সেসবের একটা ভিডিও দর্শক এবং জুরি বোর্ডের সামনে প্রদর্শন করেছে। অনি ওর ছবির কলাকুশলীদের যেভাবে সব নির্দেশনা দিয়ে নেতৃত্ব দিয়েছে সেটি আমাদের অবাক করেছে। অনি ওর ছয় বছর বয়সে রাশিয়ায় বসবাসের সময় আমাদের প্রথম অবাক করেছিল ! মস্কো-র “নভোগিরেভা-ইভানভস্কায়া” অঞ্চলে অনুর্ধ ৭ বছরের দাবা প্রতিযোগিতায় প্রথম হয়ে! গতকাল ওর ছবির পেছনের ছবি দেখে মনে করিয়ে দিল সে সেই ৬ বছরের অনি-র সাথে আজকের ২৭ পর্যন্ত আসার পথে পরিণত কিছু যুক্ত করতে পেরেছে!’

অনিন্দ্য মন্ডল ও তার পিতা মাতা, ছবি :সংগৃহীত

অনি’র পিতা কিরণময় মন্ডল ফ্রান্সের পৌর নির্বাচন ২০২০ সালে প্রথম কমিশনার বাংলাদেশি পদপ্রার্থী। তিনি উবারভিলিয়ে (Aubervilliers Cité) শহরের পৌর নির্বাচনের চূড়ান্ত পর্বে Madame Mériem DERKAOUI এবং DR. Zishan BUTT এর বৃহত্তর বাম জোটের প্যানেলে কমিশনার পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী প্রতিনিধি। তিনি উদীচী সংগঠনের সাংগঠনিক কাজের পাশাপাশি তিনি বাংলাদেশীয় মূলধারার রাজনৈতিক মতাদর্শী। ২০১৫ সালে আন অফিসিয়্যালী ফ্রান্স কমিউনিস্ট পার্টির সঙ্গে যাত্রা শুরু করেন; এবং ২০১৯ সালে অফিসিয়্যালী নিবন্ধিত হন এই বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী প্রতিনিধি, ফ্রান্স উদীচীর সভাপতি।

অনি’র পিতা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিবিদ, লেখক, আবৃত্তিকার, সর্বোপরি জন দরদি একজন সদা হাস্য প্রিয় মুখ কিরণ্ময় মণ্ডল। এছাড়াও তিনি অনন্তধ্বনি প্যারিস অনলাইন অনুষ্ঠানের সঞ্চালক। তার মাতাও একজন প্রথিতযশার সংগীত শিল্পী।

এ বিষয়ে অনি’র পিতা তার অনুভূতির কথা জানান, ‘চলচ্চিত্র তৈরির জন্য বিখ্যাত কোন স্কুলে লেখাপড়া করার ইচ্ছেটা মনের মধ্যে দীর্ঘদিন পুষে রেখেছিল। এ ধরনের সম্মাননা এবং পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি!’

ছবির পরিচালক হিসেবে ভবিষ্যত ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং আরও এ জগতে অনেক দুর এগিয়ে যেতে চান। সকলের দোয়া, আশীর্বাদ প্রত্যাশা করেন অনি।