আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: গারো জাতিসত্তার প্রবীণ সুরকার ও গীতিকার ফরিদ জাম্বিল অসুস্থ। আ.বিমা টাইমসকে জানান, তিনি দীর্ঘদিন যাবৎ রক্ত স্বল্পতাজনিত রুগে ভূগছেন। রক্ত স্বল্পতার দরুন নিজ গ্রামের বাড়ীতে আছেন। পরিবারের সাধ্য মতোন চিকিৎসা চলছে। কিন্ত বর্তমানে সে ঠিক মতোন চলাফেরা করতেও পারে না বলে জানান। তিনি আরও জানান তার শরীরের রক্ত স্বল্পতার মাত্রা দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং রক্ত স্বল্পতা শঙ্কায় দিনাতিপাত করছে। ফলে তার শরীরে জরুরি ভিত্তিতে রক্ত নেয়া প্রয়োজন বলে টেলিফোনে জানিয়েছেন। তিনি ঠিক মতোন রোগ সম্পর্কে তেমন কিছু বলতে পারেননি, আসলে কি কারণে দ্রুত তার শরীরে রক্তের এমন ঘাটতি দেখা দিচ্ছেন। এমতাবস্থায় জরুরি চিকিৎসা এবং চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে দুয়েকদিনের মধ্যে ঢাকায় আসবেন বলে জানান।
২০১৭ সালে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত গুণী শিল্পী পদক ও সম্মাননা , ছবি: ফরিদ জাম্বিল
এহেন উল্লেখ্য গত দুমাস আগেও ঢাকায় এসে তার শরীরে দুব্যাগ রক্ত দেয়া হয়েছিল। এরপর দুমাস তিনি ভালো ছিলেন। এখনো খাওয়া দাওয়া ঠিক মতোন করেন; কিন্ত রক্তের ঘাটতি পূরণ হচ্ছে না; এগুলো করার পরও বরং রক্ত ৬ পয়েন্টে নেমে গেছে বলে জানান। এ ছাড়াও শরীরের ডায়াবেটিস, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন।
ফরিদ জাম্বিল একজন গীতিকার ও সুরকার। তিনি সঙ্গীত শিক্ষক ও গান সাধকও বটে। স্থায়ীভাবে বসবাস করছেন কমলাকান্দা থানার তারানগর গ্রামে। বাংলাদেশ বেতারের বহুল জনপ্রিয় অনুষ্ঠান ‘সালগিত্তাল’ প্রোগ্রামে প্রথম গান করেন ১৯৭৮ সালে। তার বহু গারো আ.চিক গান সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত এবং ইতোমধ্যে অগনিত দর্শক শ্রোতার জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি কমলাকান্দা উপজেলা শিল্পকলার গানের শিক্ষক হিসেবে আছেন ২০১৩ সাল থেকে। সংসার জীবনে দুই ছেলে তিন মেয়ের পিতা তিনি। ফরিদ জাম্বিল ২০০৭ সালে সরকারি চাকুরি থেকে অবসরে যান। এরপরও তার গান চর্চা থেমে থাকেনি। তিনি আশা করেন যতদিন বেঁচে থাকবেন ততদিন গান নিয়ে কাটিয়ে দেবেন। ২০১৭ সালে জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত গুণী শিল্পী পদক ও সম্মাননা অর্জন করেন।
এ ব্যাপারে আ.বিমা টাইমসকে একান্তভাবে অনুরোধ করেন, জরুরি ভিক্তিতে তার দুব্যাগ রক্ত প্রয়োজন, রক্তের গ্রুপ ‘বি’ পজেটিভ। তার সু-চিকিৎসার জন্য স্বহৃদয়বান/দানশীল ব্যাক্তিদের সহায়তা প্রত্যাশা করছেন গারো গুণী গীতিকার ও সুরকার ফরিদ জাম্বিল। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সুচিকিৎসা অথবা বিভিন্নভাবে সহয়তা দানে আগ্রহী হন তা হলে যোগাযোগ করতে পারেন সরাসরি ব্যক্তিগত নম্বরে (ফরিদ জাম্বিল ০১৯৪৯১৬৮৩০২) অথবা আ.বিমা টাইমসের সম্পাদক বরাবরে (a.bimatimesnews@gmail.com) যোগাযোগ করতে পারেন।