আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: বাংলাদেশের শিক্ষাঙ্গণে অন্যতম উজ্জ্বল নক্ষত্র নটরডেম কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষার আলোকবর্তিকা, শিক্ষা গুরু ফাদার যোসেফ পিশাতো (সিএসসি) চলে গেলেন না ফেরার দেশ। আজ ৪ঠা ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রামপুরা বনশ্রীর মর হাউজে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
উল্লেখ্য তিনি গত নভেম্বর মাসে করোনা আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। করোনা চিকিৎসায় সুস্থ হয়ে মরহাউজে ফিরলেও তারঁ শরীরে দর্বলতা, এবং বার্ধক্যজনিত শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। মূলত তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠার পরও একা চলাফেরা করতে পারতেন না বলে জানান।
তিনি একজন আমেরিকান হয়েও ভোগ বিলাসের জীবন ভুলে গিয়ে নিজের সমস্তটা দিয়েই ভালবেসেছেন বাংলাদেশকে। এদেশের সকল মানুষকে। অকুণ্ঠভাবে শিক্ষার আলো ছড়িয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তে। নটরডেম কলেজে ২৩টি বছর সেবা দিয়েছেন তিনি। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত এনডিইউবি’র ট্রেজারার পদে দায়িত্ব পালন করেন।
এনডিসি এবং তাঁর সহকর্মী বাবুল কুবি আ.বিমা টাইমস নিউজকে বলেন, তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বিভিন্ন স্থানে হওয়ার কথা রয়েছে- ৪ ফেব্রুয়ারী ২০২১, দুপুর ১২টায় রামপুরা সেমিনারি চ্যাপেল (ঢাকা), বিকেল ৩টায় এনডিইউবি ও এনডিসি (ঢাকা ক্যাম্পাস), ৫ ফেব্রুয়ারী শুক্রবার ভোর ৬টায় রমনা চার্চ (ঢাকা) এবং সকাল ৯টায় তেজগাঁও চার্চ (ঢাকা)। অন্ত্যেষ্টিক্রিয়া প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলির পর ভাদুন সেন্টারে তাঁর মৃতদেহ দাফনের কথা রয়েছে।
বাংলাদেশে অগণিত শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। তাঁর কর্মযজ্ঞ, শিক্ষা এবং সেবায় অনন্য উদাহরণ হয়ে থাকবেন। তিনি সকলের শ্রদ্ধা-ভালবাসায় স্মরণে থাকবেন অনুক্ষণ। তাঁর আত্মার শান্তি লাভ করুক।