পৃথিবীর সর্ব বৃহৎ ট্রাফিক সোর্স এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। এখন প্রশ্নটা হলো তাহলে ফেসবুক থেকে আবার কিভাবে টাকা আয় করা যায় ? ইউটিউব চ্যানেল তৈরি করার পর নিয়মিত বিভিন্ন কনটেন্টের ভিডিও আপ্লোড করে সেখান থেকে যেমন টাকা আয় করা যায়; তেমনি ফেসবুক থেকেও টাকা আয় করা যায় বিষয়টি অনেকের ধারণাতীত। কারোর কাছে আবার বিষয়টি খটকাও লাগতে পারে।

বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য যে সোস্যাল মিডিয়া ফেসবুক থেকেও এখন টাকা আয় করা সম্ভব। সোজা কথা, আপনি চাইলে ফেসবুক থেকে এখন আয় করতে পারেন। ফেসবুক কর্তৃপক্ষ এখন ফেসবুক থেকে আয় করার সুযোগ করে দিয়েছে। আর সে কারণে আজকে আলোচনা করবো এ সোস্যাল মিডিয়া অর্থাৎ শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে সেখান থেকে কিভাবে টাকা আয় করবেন।

এ যুগে আমরা প্রায় সকলেই ইন্টারনেট ব্যবহার করি। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াও ব্যবহার করে থাকি। সোস্যাল মিডিয়ার বদৌলতে আমাদের মধ্যে কেউ ইউটিউব ভিডিও দেখছেন, কেউ ফেসবুকে নিউজ পড়ছেন, কেউ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, লিংঙ্কেদিন, টুইটার এসব ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছি। অর্থাৎ এ যুগে আমরা প্রায় সব সময় কোন না কোনভাবে সোশ্যাল মিডিয়া সঙ্গে যুক্ত থাকি।

মোদ্দা কথা, অফিসিয়্যাল কিংবা ব্যক্তিগত ব্যবসাগত কারণেও যুক্ত থাকতে বাধ্য হচ্ছি আজকাল। এছাড়াও বর্তমান যুগে বাচ্চা থেকে শুরু করে যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবাই কমবেশি সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত। কিন্ত অধিক সংখ্যক ফেসবুক ইউজার ফেসবুক থেকে আয় করা যায় সেটি জানে না। এ ফেসবুক থেকে বিভিন্ন উপায়ে আয় করা যায়, এবং আপনাকে আয় করার সুযোগ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

জনপ্রিয় ইউটিউব প্লাটফর্ম এর মত ফেসবুকেও এখন ভিডিও আপলোড করে টাকা আয় করা যাচ্ছে। আপনি আপনার ফেসবুক ভিডিওগুলোতে মনিটাইজ করে ইউটিউব এর মত ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবে যেমন গুগল এডসেন্স ব্যবহার করে ভিডিও মনিটাইজ করে টাকা আয় হয় তেমনি ফেসবুকে এড চয়েজের মাধ্যমে কাজ করে টাকা আয় করা যায়। এখন আরেকটি প্রশ্ন হতে পারে, তাহলে সেটি কিভাবে সম্ভব ! এ অসম্ভবকে সম্ভব করার উপায় সম্পর্কে খানিকটা ধারণা দেয়া যেতে পারে, যা আপনি আদতেই জানেন না।

ফেসবুক মনিটাইজ করতে কি কি করতে হবে ?

১) ফেসবুক ভিডিও মনিটাইজ করতে হলে আপনার একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে।

২) আপনার ফেসবুক পেজে ১০,০০০ ফলোয়ার এবং তিন মাসে আপনার ভিডিওতে ৬০,০০০ ঘন্টার ওয়াচ আওয়ার থাকতে হবে।

৩) আপনার ফেসবুক পেজে রেগুলার ভিডিও আপলোড করতে হবে কোন ধরণের কপিরাইট ছাড়াই।

৪) ইউটিউবে যেমন পলিসিগতভাবে কোয়ালিফাই করতে হয়, তেমনি আপনাকে মনিটাইজ এর জন্য ফেসবুকেও কোয়ালিফাই করতে হবে।

৫) আপনার তৈরিকৃত ফেসবুক পেজটি মনিটাইজেশানের জন্যে পলিসিগত ভাবে সেটিংক্স ঠিক আছে কিনা সেটিও ঠিক করতে হবে।

উপরে উল্লেখিত এই শর্তগুলো পূরণ করা হয়ে গেলে আপনি ফেসবুক অথোরিটির কাছে পেজটি মনিটাইজ এর জন্য আবেদন করতে পারবেন। আপনার পেজ অ্যাপ এপ্রুভ হয়ে গেলে আপনার ভিডিওগুলোতে অ্যাড আসা শুরু করবে । আর এর মাধ্যমে আপনার আয়ও শুরু হয়ে যাবে।