বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মাধ্যম ফেসবুক তালেবানের তথ্য আদান-প্রদান নিষিদ্ধ করলো। কারণ ফেসবুক তালেবানকে একটি সন্ত্রাসী গোষ্ঠী মনে করে। যার ফলে ফেসবুকে তাদের সব ধরণের পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত সব পোস্ট সার্বক্ষনিক পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরিয়ে দেবে। এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও জানিয়েছেন।
বিভিন্ন সূত্র বলছে, তালেবান যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। যার দরুন ফেসবুক স্পষ্টভাবে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোন একাউন্ট যদি দেখতে পায়, তাহলেও ব্যবস্থা নেবে।
এদিকে এ বিষয়ক টুইটার ও ইউটিউব নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোন ব্যবস্থা না নেওয়ার তোপের মুখে পড়েন। তথ্য সূত্র/ বিবিসি