ফেসবুক এবার যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে চালু করলো ফেসবুকের নতুন ফিচার ‘ফেসবুক নিউজ’। দেশটির প্রধান সব গণমাধ্যমগুলো; যেমন—চ্যানেল ফোর, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ানের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সোস্যাল মাধ্যম ফেসবুক। ফলে সংবাদ প্রকাশের জন্য এসব সংবাদ সংস্থাকে অর্থ দেবে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যমটি। ফেসবুক নিউজে প্রকাশিত সংবাদগুলো এমন, যা এর আগে কোনো প্ল্যাটফর্মে প্রকাশিত হয়নি। যার ফলে ফেসবুক আশা করছে এই নতুন সেবায় আরো অনেক সংবাদ মাধ্যমই যুক্ত হবে।
এই নতুন করে সংযুক্ত ‘ফেসবুক নিউজ’ ট্যাবটি শুধুমাত্র মোবাইল অ্যাপেই পাওয়া যাবে, অন্য কোন ওয়েব ব্রাউজারে নয়। এই সেবাটি গ্রহনে বড় সুবিধা হলো এই, ব্যবহারকারী তার পছন্দমতো কাস্টমাইজ করে নিতে পারবে।
জনপ্রিয় ফেসবুক সোস্যাল মাধ্যমটি গেল নভেম্বর ২০২০ সালে উইকিপিডিয়ার বিশ্বব্যাপী ওয়েভ সাইট জনপ্রিয়তা বিষয়ক সার্ভেতে সপ্তম স্থানে রয়েছে। ফেসবুক প্রতিনিয়ত ব্যবহারকীর সুবিধা এবং পাঠক বান্ধব করতে প্রতিনিয়ত আপডেট করে চলেছে। ব্যবহারকারীর সুবিধার্থে নতুন ফিচার, বিনোদন, নিউজ ট্যাবসহ আরও নতুন কিছু সংযুক্ত করতে কাজ করে যাচ্ছে ফেসবুক। তথ্য:বিবিসি