গোটা বিশ্ব এখন তথ্য প্রযুক্তিতে মোড়ানো। ফলে আপনি চাইলেই বিশ্বের যেকোন প্রান্তে এবং বাড়িতে বসেই অনলাইনে বিভিন্ন মানি আর্নিং অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে অর্থ আয় করা সম্ভব। এর জন্যে খুব বড় ডিগ্রি বা আলাদা কোন যোগ্যতার প্রয়োজন পরে না। বিশেষ কোনো ডিগ্রি না থাকলেও কেবলমাত্র হাতে একটি স্মার্টফোন এবং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকলেই অনলাইনে অর্থ উপার্জন করা সম্ভব। আর এই কাজে সহায়তা করছে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এর মধ্যে ফেসবুক অন্যতম। ফেসবুক থেকে আপনি কিভাবে এবং খুব সহজে অর্থ উপার্জন করতে পারেন, সে বিষয়টিই আজকে দেখা যাক।

প্রতিনিয়ত অন্তত একবার হলেও আমরা ফেসবুকে ঢু মারি। অন্যের ছবিতে লাইক-কমেন্ট করি, নিজের টাইমলাইনে বিভিন্ন পোস্ট শেয়ার করি। কখনোবা বন্ধুদের সাথে ম্যাসেঞ্জারে তুমুল আড্ডা দিই। এসব জমপেশ আড্ডার পাশাপাশি আপনি ২.৩২ বিলিয়ন ইউজার সমৃদ্ধ ফেসবুকে কিন্তু চাইলেই গড়ে তোলা যায়।  বিভিন্ন ফ্যানপেজ তৈরি করা, ভিডিও বানানো, ফেসবুক গেম ডেভেলপ করা, অনলাইন শপের মত হাজারো পদ্ধতির মাধ্যমেই ফেসবুক হয়ে উঠতে পারে আপনার পেসিভ ইনকাম বা ঘরে বসে আয়ের উৎস।

তালেবান তথ্য নিষিদ্ধ

কিন্তু মজার ব্যাপার হলো, আমরা অনেকেই জানিনা যে, কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। আপনার যদি একটি ফেসবুক আইডি থাকে এবং সেই ফেইসবুক আইডিতে মিনিমাম ৫০০ এর অধিক ফ্রেন্ড থাকে তাহলে আপনি বানিয়ে নিতে পারবেন একটি ফ্যানপেজ। সেই ফ্যান পেইজ এ আপনি বিভিন্ন ধরনের পণ্য সমূহ প্রচার করে সেই পণ্যসমূহ বিক্রি করে, প্রচার করে টাকা আয় করে ফেলতে পারবেন।

আরও আপনি যদি সৃষ্টিশীল হন তাহলে বিভিন্ন বিষয় সম্পর্কিত বা কনটেন্ট ক্রিয়েট করে ফেসুবক-এর মাধ্যমেও রোজগার করা সম্ভব। এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করা যেতে পারে। অর্থাৎ ব্যবহারকারীরা ফেসবুক পেজ করার পরে প্ল্যাটফর্মে তাদের কনটেন্ট শেয়ার করতে পারেন। শেয়ার করা কনটেন্ট ভালো ভিউ, লাইক পেলে এবং পেজ মনিটাইজ হলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও ভালোরকম অর্থ উপার্জন করা যায়।

এছাড়াও আপনি আপনার ফেসবুক পেজে যে কনটেন্ট আপনি নিয়মিত ডেলিভারি করছেন সেই কনটেন্ট রিলেটেড অনেক কোম্পানি থাকবে আপনি সেখান থেকে চাইলে স্পনসরর্শিপ নিয়ে তাদের প্রোডাক্ট কে প্রমোট করতে পারেন। তাই আপনার পেজে কন্টেন্ট দেয়ার আগেই একটি পরিপূর্ণ প্ল্যান করে নিবেন যেন, আপনি সবসময় একটি নির্দিষ্ট বিষয়ে নিয়মিত কন্টেন্ট দিতে পারেন।

এরপর আপনাকে যা করতে হবে, আপনি এবার সেই পেজে কনটেন্ট ভিডিও ইমেজ যেকোন বিষয়ের উপর রেগুলার পোস্ট করে যেতে হবে। আপনি এবার আপনার করা পোস্ট গুলো আপনার বন্ধু-বান্ধব, আপনার পরিবারের লোক আত্মীয়স্বজন সবার কাছে শেয়ার করতে থাকুন। আস্তে আস্তে যখন আপনার পেজের লাইক এবং ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে তখন আপনি আপনার পেজে আফিলিয়েট মার্কেটিং  করে আয় করতে পারবেন।

মোদ্দা কথা, আপনার পেজে ফলোয়ার বৃদ্ধি করে সেই কনটেন্ট বা ভিডিও মনিটাইজেশন এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনার ফেসবুক পেজে যদি ১০ হাজারের বেশি ফলোয়ার হয়ে যায় তাহলে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো মনিটাইজ এর জন্য আবেদন করতে পারবেন। আপনি এর মাধ্যমে ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন। তাছাড়া আপনার যদি একাধিক ফেসবুক পেজ থাকে এবং সে পেজগুলোতে যদি বেশি ফলোয়ার থাকে তাহলে আপনি সেই পেজ গুলো বিক্রি করে টাকা আয় করতে পারবেন।

ফেসবুক ছাড়াও বর্তমানে আর যে সমস্ত সোস্যাল মিডিয়াকে ব্যবহার করে ঘরে বসে আয় করতে পারেন যেমন, স্নাপচ্যাট, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটার ইত্যাদি। এখন বিষয়টি ভাবা অত্যন্ত সহজ এবং আপনি চাইলেই ঘরে বসে বাড়তি আয় করতে পারেন।

লুই সাংমা, প্যারিস, ফ্রান্স
ওয়েভপেজ ডেভেলপার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার, ব্লগার এবং
সাহিত্য কর্মী  lchiran76@gmail.com