আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বড়দিন উৎসবের পর করোনা প্রকোপের দরুন উত্তর-পূর্বাঞ্চলে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৫টি ‘ডিপার্টমেন্টে’ফের কারফিউ জারি করেছে ফ্রান্স সরকার। আজ শনিবার সন্ধ্যের পর থেকে এই কারফিউ শুরু হয়েছে।
এই কারফিউ দেশটির স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৬টা থেকে পর্যন্ত কার্যকর হবে। এদিকে সরকারের মুখপাত্র গাব্রিয়েল আত্তাল স্থানীয় টিএফআই টেলিভিশনকে বলেছেন, আপাতত ১৫টি বিভাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আগেভাগে এই কারফিউয়ের ফল কি হয় তা আমরা পর্যালোচনা করবো। ফের কারফিউ যদি আবার করোনা পরিস্থিতির অবনতি দেখা যায় তাহলে অন্য এলাকাগুলোতেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
ফ্রান্সের করোনা পরিস্থিতির রের্কডনুযায়ী, পশ্চিম ইউরোপে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ২৬ লাখ ২০ হাজার ৪২৫ জন। মারা গেছেন ৬৪ হাজার ৬৩২ জন।
এছাড়াও দেশটি গত ২৭ ডিসেম্বর ২০২০ থেকে করোনা ভেক্সিনেশান প্রোগ্রাম চালু করেছে এবং এ পর্যন্ত প্রায় ৩০০জন ভেক্সিন টিকা নিয়েছে বলে জানা গেছে।
আরও তথ্যের জন্য হোমপেজ দেখুন