আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন প্রেক্ষিতে গত বছর অক্টোবরে ফ্রান্সের এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ফেঁসে যাচ্ছে স্কুলটির ১৩ বছরের এক মুসলিম ছাত্রী। আজ মঙ্গলবার (৯ মার্চ ২০২১) এ তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

অভিযোগ বর্ণনায় নিহত শিক্ষকের আইনজীবী জানান, শিক্ষক স্যামুয়েল প্যাতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করার আগে ক্লাসে কেউ থাকতে না চাইলে চলে যাওয়ার অনুমতি দেন। এ সময় মুসলিম ছাত্রীটি ক্লাস থেকে বের হয়ে গিয়েছিল।

এছাড়াও ওই ছাত্রী পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ‘বাড়ি গিয়ে আমি আমার বাবা-মাকে বিষয়টি বলি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গচিত্র প্রদর্শনের কথাটি জানিয়ে পোস্ট দিলে তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়’। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীটির বাবা এবং ফেসবুকে ছড়িয়ে দেন ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিষয়টি।

ব্যঙ্গচিত্র প্রদর্শন করার জের ধরে আব্দুল্লাখ আজোরোভ নামে ১৮ বছরের এক চেচেন বংশোদ্ভূত যুবক ফরাসী শিক্ষক স্যামুয়েল প্যাতিকে গলা কেটে হত্যা করে। পুলিশও ওই যুবককে গুলি করে হত্যা করে। তবে মুসলিম ছাত্রীটির আইনজীবী বেকো টাবুলা গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যঙ্গচিত্র প্রদর্শনের সময় সে ক্লাসে ছিল না।