আন্তর্জাতিক ডেস্ক: গোটা বিশ্বজুড়ে করোনার দাপট বাড়ছেই। ফলে ইউরোপ, আমেরিকা, কানাডা, বৃটেন এবং ব্রাজিলসহ পৃথিবীর অনেক দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। খ্রীষ্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উৎযাপনকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কিত তথ্য তুলে ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানূয়েল ম্যাক্রন। করোনা মহামারী ঠেকাতে আরোপিত লকডাউনের কড়াকড়ি নিয়ম চলতি সপ্তাহ থেকে কিছুটা শিথিল করতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এ ঘোষণা দেন। প্রেসিডেন্টের ঘোষণায় যে বিষয়টি গুরুত্ব পেয়েছে যেমন- বর্তমান পরিস্থিতি অনুযায়ী সীমিত আকারে লকডাউন চলমান থাকবে, বাইরে যাওয়ার জন্য এটেস্টেশন প্রযোজ্য হবে, অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকা, তিন ঘন্টার জন্য বাইরে হাঁটাহাঁটি বা খেলাধুলা করা যাবে কিন্তু ২০ কিলোমিটার এর বেশি দূরে যাওয়া যাবে না, ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে, ১৫ই ডিসেম্বর থেকে রাত ৯ টা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ থাকবে, আপাতত খাবার রেস্টুরেন্ট খোলা যাবে না কিন্তু আক্রান্ত সংখ্যা যদি প্রতিদিন পাঁচ হাজারের নিচে নামে তাহলে খোলার সম্ভাবনা আছে, বড়দিন উৎযাপনের জন্য ২৪ তারিখ বাইরে বের হওয়া যাবে তবে সেটা পরিবারের সাথে পালন করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া যাবে ইত্যাদি।
এছাড়াও ফ্রান্সে সিনেমা, দোকানপাট, থিয়েটার পুনরায় খুলে দেওয়া হবে যাতে আসন্ন বড়দিন উৎসবের ছুটি মানুষজন তাদের পরিবার পরিজনদের সাথে কাটাতে পারে।
করোনা সংকটকালীন সময় জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে ম্যাক্রন আরও বলেন, ফ্রান্সে করোনার সবচেয়ে ভয়াবহ দ্বিতীয় ঢেউ শিথিলাকারে চলবে। তবে, তৃতীয় ঢেউ ঠেকাতে আগামী ২০ জানুয়ারী পর্যন্ত রেস্তরা, ক্যাফে, ডিস্কো এবং বার বন্ধ রাখা হবে। করোনার তৃতীয় ঢেউ তথা দেশে তৃতীয় দফা লকডাউন এড়াতে আমাদের অবশ্যই সবকিছু করতে হবে বলে জানান প্রেসিডেন্ট ম্যাক্রন। ফলে এমন করোনা মহামারী ঠেকাতে এই নিয়মগুলো আগামী শনিবার সকাল থেকে কার্যকর হবে।
করোনার কার্যকরী টিকা আবিস্কারে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব এবং আগামী বছর নাগাদ টিকা প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন দেশটি।