আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: করোনার পর অমিক্রন শনাক্ত। অমিক্রনের ধাক্কা সামলিয়ে না উঠতেই করোনা ভাইরাসের ধরণ ডেলন্টার সংক্রমণ শনাক্ত হওয়ার পর সংক্রমণের রেকর্ড ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পরও একই চিত্র লক্ষ করা যাচ্ছে। ইউরোপের দেশ ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মান, পর্তুগাল, গ্রিস ও ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গতকাল মঙ্গলবার ইউরোপের দেশগুলোয় এক দিনে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ।

গতকাল ফ্রান্সে যে সংক্রমণ শনাক্ত হয়েছে, তা ইউরোপের ইতিহাসে সবচেয়ে বেশি। এর আগে এক দিনের ব্যবধানে কোনো দেশেই এত বেশি রোগী শনাক্ত হয়নি। ধারণা করা হচ্ছে, বড়দিনের ছুটির কারণে তথ্যের প্রবাহ ঠিকঠাক নাও থাকতে পারে। ফলে দেশটির বিভিন্ন অঞ্চলের আগের দিনগুলোর সংক্রমণের সংখ্যাও গতকালের তথ্যের মধ্যে যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। এই ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুসারে, গতকাল এ অঞ্চলের দেশগুলোয় মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

এছাড়াও ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এক দিনের ব্যবধানে এ অঞ্চলে সংক্রমণ দ্বিগুণ হয়েছে। গত সোমবার সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫৯ হাজারের বেশি। ওই দিন মারা গিয়েছিলেন প্রায় ২ হাজার ৮০০ করোনা রোগী। এর আগের দিন মৃত্যু ছিল প্রায় ২ হাজার। আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২৮ হাজার মানুষ।

ইউরোপের যে দেশগুলোয় গতকাল সংক্রমণের রেকর্ড হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম স্পেনে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার। মারা গেছেন ১১৪ জন। ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার মানুষ। মারা গেছেন ১৭৫ জন। গ্রিসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার। মারা গেছেন ৬১ জন। পর্তুগালে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার। মারা গেছেন ১৯ জন।

বড়দিনের ছুটির পর করোনা সংক্রমণের এ ধারা যদি অব্যাহত থাকে তাহলে বর্ষ বরণ উদযাপন অর্থাৎ থার্টিফার্স্ট নাইটে  নৈশ ক্লাবগুলো খোলা থাকলে করোনার সংক্রামণ আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।