করোনা সংক্রমণ রোধে আবার কারফিউ জারি করেছে ফরাসী সরকার। গতকাল বৃহস্পতিবার কারফিউ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। দেশটির কারফিউ ঠিক সন্ধ্যা ৬টা- ভোর ৬টা পর্যন্ত সারাদেশে কারফিউ জারি বহাল থাকবে। আগামীকাল শনিবার থেকে কারফিউ কার্যকর হবে এবং অন্তত ১৫ দিন স্থায়ী থাকবে এটি থাকবে বলে জানান তিনি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রথমটির চেয়ে অনেক বেশি নাজুক পরিস্থিতি তৈরি করেছে। এর ফলে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে ফরাসি সরকার।

এছাড়াও গত ডিসেম্বরের শুরু থেকেই ফ্রান্সের করোনা সংক্রমণপ্রবণ কয়েকটি এলাকায় কিছুটা শিথিল কারফিউ জারি করা ছিল। এবার নতুন ঘোষণায় পুরো দেশে এই বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হলো। সেই সাথে পূর্বে কারফিউ জারি করা এলাকাগুলোতে যে শিথিলতা ছিল তাও তুলে দেওয়া হয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স আরও ঘোষণায় বলেন, সংক্রমণ বাড়তে বাড়তে যে অবস্থায় গিয়ে পৌঁছেছে সেটা ভীষণ উদ্বেগজনক। কারফিউ জারি করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো পথ খোলা ছিল না। সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ভেকসিন কার্যক্রম

ছবি: ভেকসিন কার্যক্রম, ফ্রান্স

এদিকে ফ্রান্সে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে তিন লাখ অষ্টআশি হাজার সাতশত তিরিশ জন। করোনা ভ্যাকসিন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি সরকার।

ফ্রান্সের করোনা পরিস্থিতি এখন পর্যন্ত ২৮ লাখ ৫১ হাজার ৬৭০ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৩১৩ জনের। সূত্র : টিএফআই/ইউরো নিউজ