নিজস্ব প্রতিবেদক, মধুপুর: বঙ্গবন্ধু স্মৃতি সংঘ আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কাইলাকুড়ি একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেদুরিয়া একাদশ। ৭ নভেম্বর রবিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার দোখলা ফুটবল মাঠে বিকাল ৩টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি সংঘ’র সভাপতি ফিলিপ কুবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ইয়াকুব আলী, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মো: আক্তার হোসেন, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান রেজাউল করিম বেনু প্রমুখ।
রানার আপের পুরস্কার গ্রহণ করছেন কাইলাকুড়ি একাদশ
খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে গোল করে কাইলাকুড়িকে এগিয়ে রাখেন জিউস চিরান । এরপর উভয়পক্ষের সুযোগ পেলেও বল জড়াতে সক্ষম হয়নি কেউ। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে বেদুরিয়ার তেনজিং নকরেক গোল করে খেলায় সমতা আনে। দ্বিতীয়ার্ধে উত্তেজনাপূর্ণ খেলায় বেদুরিয়া পরপর আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারেনি। মূল পর্বের খেলা ১-১ গোলে শেষ হয়। পরে অতিরিক্ত সময়ের প্রধমার্ধের ৫ মিনিটে তেনজিং নকরেকের ফ্রি কিক শট থেকে গোল করেন বেদুরিয়ার নিউ চিচাম।
পরে বিজয়ী দলকে রেফ্রিজারেটর এবং বিজিত দলকে এলইডি টিভি পুরস্কার প্রদান করা হয়। বেদুরিয়ার নিউ চিচাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।