আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আজ সোমবার (১৯ এপ্রিল ২০২১) সকালে ওবায়দুল কাদের নিজ বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছেন । এদত বিষয় মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করে সেখানে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি আরও বলেন, সঙ্গে দেশের সকল মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে।

দেশে পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের সরকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা ভাবছে সরকার। ফলে তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে ও ধৈর্য ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, করোনার প্রকোপ ঠেকাতে গত ১৪ এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে এবং এটি ২১ এপ্রিল শেষ হওয়ার কথা। এ সিদ্ধান্ত কার্য‌কর করা হলে অর্থাৎ এরপর আরও সাত দিন বাড়ালে লকডাউন চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।