বকুল চন্দ্র বর্মন, সখিপুর: বাংলাদেশে আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায় এবং দেশের সকল কোচ জাতিগোষ্ঠীকে একত্রিত করণের লক্ষ্যে আজ শুক্রবার (২৯ জানুয়ারী ২০২১) ‘বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন’ সংগঠন ১ম ধাপে ঠাকুরগাও, পঞ্চগড় ও টাংগাইল জেলা শাখা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে টাংগাইলের সখিপুর উপজেলার বরচনা বাজারে এক বিশেষ সাধারণ সভা আয়োজন করা হয়। বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক রতন কুমার বর্মনের সভাপতিত্বে ও সদস্য সচিব বকুল চন্দ্র বর্মনের সঞ্চালনায় নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়।
ছবি: কোচ সাধারণ সভা, সখীপুর
এসময় নিশাত রায় সভাপতি ও মৃত্যুঞ্জয় বর্মন আপেলকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের ঠাকুরগাও জেলা, রতন কুমার বর্মন সভাপতি ও পবিত্র কুমার বর্মনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ঠ টাংগাইল জেলা এবং প্রকাশ বর্মন সভাপতি ও পীযুষ বর্মন ডেভিডকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৯ সদস্য বিশিষ্ঠ পঞ্চগড় জেলার একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ছবি: কোচ সাধারণ সভা, সখীপুর
এছাড়াও উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীনদ্র কুমার বর্মন, সভাপতি-ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (সখিপুর), রুপচান বর্মন, সিনিয়র যুগ্ন আহবায়ক- বাংলাদেশ কোচ আদিবাসী ইউনয়ন, চন্দন কোচ, যুগ্ন আহবায়ক-বাংলাদেশ কোচ আদিবাসী ইউনয়ন, লিয়াং রিছিল, সাধারণ সম্পাদক- গারো ছাত্র ফেডারেশন, পবিত্র কুমার বর্মন, যুগ্ন সাধারণ সম্পাদক-বাংলাদেশ বর্মন যুব পরিষদ, বিবেক রায়, যুগ্ন আহবায়ক-বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কোচ সম্প্রদায়ের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে উপস্থিত বক্তারা সভায় বলেন, বৃহৎ ঐক্য গঠনের ক্ষেত্রে সকলের একত্রে কাজ করার বিকল্প নেই। আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে সকল আদিবাসী সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে বলে সভায় উল্লেখ করেন।