আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ডন জেত্রাকে সভাপতি, শোভন ম্রং সাধারণ সম্পাদক, শীতল দিকেশ ম্রং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে ৫১ বিশিষ্ট ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে।
বাগাছাস কাউন্সিল ২০২২, ঢাকা তেজগাঁও নকমান্দি গারো কমিউনিটি সেন্টার, ছবি: বাগাছাস
২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে নকমান্দি গারো কমিউনিটি সেন্টারে বাগাছাস ঢাকা মহানগর শাখার আহবায়ক ডন জেত্রার সভাপতিত্বে সদস্য সচিব শোভন ম্রং এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাগাছাস ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি সবুজ নকরেক, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠিনক সম্পাদক রনি নকরেক, বাগাছাস কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নোয়া চাম্বুগং, যুগ্ম সাধারণ সম্পাদক বুশ নকরেক, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহ সাধারণ জুয়েল হাউই,বাগাছাস মুক্তাগাছা থানা শাখার সাংগঠনিক সম্পাদক দূরন্ত চিরান সহ প্রমুখ।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অলিক মৃ
সন্মেলনে বক্তারা বলেন, সারাদেশে আদিবাসীদের উপর নিপীড়ন নির্যাতন ভূমি দখল চলছে। এখন সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করা প্রয়োজন। জাতিসত্তার স্বার্থে, কল্যাণে এবং মুক্তির মিছিলে সকলকে সামিল হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।