বাপন নেংমিঞ্জা, শেরপুর: আগামী ২৭-২৮ অক্টোবর প্রতি বছরের ন্যায় পালিত হচ্ছে ফাতিমা রাণীর তীর্থ উৎসব। শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন বারোমারী মিশনে প্রতিবছর পালিত হয়ে আসা এই তীর্থ উৎসবকে সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ১২ অক্টোবর তীর্থ উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় একটি সভা অনুষ্ঠিত হয় বারোমারী মিশনে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ইউএনও হেলেনা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এসপি আফরোজা নাজনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন। এ সময় আলোচনায় বক্তব্য রাখেন ফাদার ফিদেলিশ নেংমিঞ্জা, সাবেক ট্রাইবাল চেয়ারম্যান লুইস নেংমিঞ্জা প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন তীর্থ উৎসবের সমন্বয়কারী ও বারোমারী মিশনের পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারী।

প্রতিবছর এই তীর্থো উৎসবে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। এবারও অনুমান করা হচ্ছে দেশি বিদেশি অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এই উৎসবে। আর এই উৎসবে সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মূলত এই সভার আয়োজন করা হয়।

তীর্থোৎসবে নিরাপত্তা প্রদানে উপস্থিত থাকবেন নির্বাহী মেজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। এবারও প্রতি বছরের ন্যায় পুরো তীর্থ স্থান সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে বলে জানা গেছে।