বাপন নেংমিঞ্জা, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ি থানাধীন গারো অধ্যুষিত এলাকার বারোমারী ক্যাথলিক মিশনের অধীনে পরিচালিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বেগম মতিয়া চৌধুরী আজ ১লা জুন দুপুরে বিদ্যলয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে উদ্দীপনা মূলক উপহার প্রদান করেন।
সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর ২ আসনের এমপি মতিয়া চৌধুরী একই দিনে নালিতাবাড়ী উপজেলার ১৪৮টি প্রাথমিক, এবতেদায়ী ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী (টপটেন) ২ হাজার ২২০জন শিক্ষার্থীকে একটি করে টেবিল ফ্যান, সোলার ল্যাম্প ও নগদ ১ হাজার টাকা করে উদ্দীপনামূলক অনুদান প্রদান করেন।
উল্লেখ্য যে বারোমারী মিশনের আওতাধীন বারোমারী সাধুলিওর ধর্মপল্লীতে ৯০ ভাগ ছাত্র-ছাত্রীই গারো ও অন্যান্য আদিবাসী। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার রোজী হাদিমা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সাবেক কৃষি মন্ত্রীর এই উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানা আওয়ামীলীগের বিভিন্ন পদের নেতৃবর্গ। এসময় বেগম মতিয়া চৌধুরী বলেন, এখন শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বইয়ের সুবাস পায়, মেয়েরা বাড়ীতে বসে উপবৃত্তির টাকা ও করোনাকালে দরিদ্র মানুষ বিকাশের মাধ্যমে আড়াই হাজার করে টাকা তুলতে পারেন। তিনি আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথাও এ সময় উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন ।