আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল ও মেলিন্ডা গেটসের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হলো। গত সোমবার ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবি তাঁদের ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছেন। আদালতের নথি সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

আদালতের এ আনুষ্ঠানিতার মাধ্যমে ২৭ বছর পর তাঁদের বিবাহ বিচ্ছেদ হলো। তবে তাঁরা তাঁদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য আদালতে কেউ-ই আবেদন করেন নি।

গেল মে মাসের ৩ তারিখ বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। একসঙ্গে তাঁরা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান। উক্ত ঘোষণার তিন মাস পর তাঁদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হলো।

মাইক্রোসফট কর্পোরেশানের যাত্রা শুরু হয় ১৯৭৫ সালে। এরপর ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। সে বছরই প্রতিষ্ঠানের একটি নৈশভোজে প্রথম তাঁদের সাক্ষাৎ হয়। এরপর শুরু ভালো লাগা, প্রেম এবং অতপর বিয়ে করেন ১৯৯৪ সালে এই ধনাঢ্য দম্পতি। দাম্পত্য জীবনে তাঁদের ৩ সন্তান রয়েছে।

গত বছর তাঁরা এ প্রতিষ্ঠান থেকে অবসরে যান। এরপর ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন দেশের দাতব্য কাজে। গত ২০০০ সালে অবসরে যাওয়ার আগেই তাঁরা গড়ে তুলেছিলেন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছেন। তাঁরা দুজন যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করতেন। বিবাহ বিচ্ছেদ হলেও তাঁরা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন পরিচালনা করে যাবেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সংক্রামক ব্যধি ও শিশুদের টিকাদান কর্মসূচির পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যাচ্ছেন। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ একটি প্রাইভেট ফাউন্ডেশন।

ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫২ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।