আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: করোনা প্রকোপে বৈশ্বিক পরিস্থিতি এতটাই ন্যুব্জমান, ঠিক যেন ধরা ছুঁয়ার বাইরে এমন অবস্থা। এমতাবস্থায় বিভিন্ন দেশে নতুন করে লকডাউন কিংবা শুরু থেকেই ধাপে ধাপে অচলাবস্থা চলমান রয়েছে। পাশাপাশি নানা ধরণের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশের সরকার।

কোনভাবেই করোনা ভাইরাসের লাগাম টেনে ধরা যাচ্ছে না। করোনা ভাইরাসের গতিবিধিও নাটকীয়ভাবে থেকে থেকে জিন বদল করে চলেছে একের পর এক। ফলে বিশ্বের বিশেষজ্ঞরা ভ্যাক্সিন টিকা আবিস্কার করেও কোরোনা রোধে স্থায়ী সমাধান দিতে হিমশিম খাচ্ছে।

এশিয়া, আফ্রিকা, আমেরিকা, এবং ইউরোপের বহু দেশেই করোনা ভাইরাস অস্বাভাবিকভাবে মাথা চারা দিয়ে উঠেছে। বিশ্বব্যাপি ওয়ার্ল্ডোমিটার এর করোনা আপডেটনুযায়ী, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৩০৩০৫৭০৪, এ পর্যন্ত করোনা আক্রান্তে সুস্থ হয়েছে ১০৪৯৮৮৬১৯, এবং করোনা সংক্রমনে মৃত্যু হয়েছে ২৮৪২৪৪৬ জন।

বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুবরণ করেছে বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে করোনা সংক্রমিত হয়েছে ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৫১৩ জন। আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল, এখন পর্যন্ত সংক্রমিত সংখ্যা এক কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩০ হাজার ২৯৭ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থান রয়েছে ভারত, এখন পর্যন্ত করোনায় এক কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১২৭ জন সংক্রমিত হয়েছে এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬৪ হাজার ৬৫৫ জন।

এদিকে আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে ফ্রান্স রয়েছে। ফরাসী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পাওয়া গেছে ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জন, মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৪৯৩ জন। এছাড়াও করোনায় সংক্রমনের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি রয়েছে দশম স্থানে।

করোনা সংক্রমনে বাংলাদেশের অবস্থান ৩৩তম হলেও দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বিধায় দেশটির সরকার কাল সোমবার থেকে করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশে লাগাটার ৫ দিনের লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।