আ.বিমা টাইমস  নিউজ ডেস্ক:  ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২১ উপলক্ষে নিবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে অন-লাইন নিউজ পোর্টাল ‘আবিমা টাইমস২৪ নিউজ ডট কম’। ‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি: সমস্যা ও প্রাপ্তির সম্ভাবনা’ মূলসুরকে কেন্দ্র করে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী তরুণদের কাছ থেকে নিবন্ধ আহবান করা হয়েছে। ১৮-৩০ বছর বয়সী তরুণরা লেখা পাঠাতে পারবেন। নিবন্ধ সর্বনিম্ন ১৫০০ শব্দের হতে হবে।

আন্তর্জাতিক আদিবাসী দিবসে এমন ব্যতিক্রম আয়োজন সম্পর্কে পোর্টাল প্রকাশক ও প্রধান সম্পাদক বলেন, মূলত নবীন লেখকদের উৎসাহ ও এদত বিষয় সম্পর্কে আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রাপ্তির সম্ভাবনাকে উপস্থাপন করা-ই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতায় নিরপেক্ষ জুড়িবোর্ডের ফলাফল অনুযায়ী তিনজন বিজয়ীদের জন্য নগদ অর্থসহ পোর্টালের লগো সম্বলিত টি-শার্ট পুরস্কার হিসেবে থাকছে বলে জানান।

আগ্রহী সকল আদিবাসী প্রতিযোগিদের আয়োজনের নির্দেশনাগুলো অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে লেখা নিবন্ধটি সংশ্লিষ্ট/কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্যে প্রয়োজনে পোর্টাল ফেবু পেইজে অথবা ইমেলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে (facebook page: acebook.com/Theabimatimes24newscom,  Email: a.bimatimesnews@gmail.com)।