আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি এবং লেখকদ্বয়ের সার্বিক অবস্থা সুবিবেচনা করে আ.বিমা টাইমসের নির্ধারিত নিবন্ধ লেখা প্রতিযোগিতার তারিখ বর্ধিত করণ প্রসঙ্গে সে পর্ষদের একটি জরুরি বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পূর্বে নির্ধারিত বিষয় এবং লেখা জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৫ আগস্ট ২০২১। বৈঠকে পরবর্তীতে এ তারিখ আর বর্ধিত করা হবে না বলেও  সিদ্ধান্ত গৃহীত হয়।

আ.বিমা টাইমস নিবন্ধ প্রতিযোগিতা ২০২১

উল্লেখ্য, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী উপলক্ষে নিবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করে অন-লাইন নিউজ পোর্টাল ‘আবিমা টাইমস২৪ নিউজ ডট কম’। ‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি: সমস্যা ও প্রাপ্তির সম্ভাবনা’ মূলসুরকে কেন্দ্র করে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী তরুণদের কাছ থেকে নিবন্ধ লেখা আহবান করা হয়। প্রতিযোগিতায় ১৮-৩০ বছর বয়সী তরুণ /তরুণী লেখা পাঠাতে পারবেন। নিবন্ধটি সর্বনিম্ন ১৫০০ শব্দের হতে হবে (লেখা পাঠাতে পোস্টার অথবা পোর্টাল ফেবু পেজের তথ্য অনুসরণ করুন)।

আন্তর্জাতিক আদিবাসী দিবসে এমন ব্যতিক্রম আয়োজন সম্পর্কে প্রকাশক ও প্রধান সম্পাদক বলেন, মূলত নবীন লেখকদের উৎসাহ ও এদত বিষয় সম্পর্কে আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রাপ্তির সম্ভাবনাকে জনসম্মুখে উপস্থাপন করা-ই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

প্রতিযোগিতায় তিনজন বিজয়ীদের জন্য নগদ অর্থ, সনদ প্রদান সহ পোর্টালের লগো সম্বলিত অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যে টি-শার্ট পুরস্কার হিসেবে থাকছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।