নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুর জেলাধীন নালিতাবাড়ী থানার বারোমারীতে প্রায় অর্ধ লক্ষ মানুষের উপস্থিতিতে উদযাপিত হলো ফাতিয়া রাণীর তীর্থ অনুষ্ঠান ২০২২। গেল ২৭ ও ২৮ অক্টোবর মহা সমারোহে উদযাপিত হলো দুদিন ব্যাপি তীর্থ উৎসব । আনুমানিক পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতিতে উদযাপিত হলো এ বছরের তীর্থ যাত্র। এ উৎসবকে ঘিরে এলাকার পরিবেশ ছিল উৎসব মুখর।

গেল ২৭ তারিখ প্রথম দিন খ্রীষ্টযাগের মাধ্যমে শুরু হয় এই তীর্থ উৎসব। খ্রীষ্টযাগে পৌরোহিত্য করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার শিমন হাচ্চা। প্রধান বক্তা হিসেবে তীর্থে আগত ফাদার গাব্রিয়েল কোরাইয়া উপদেশ প্রদান করেন। ঝাকঝমকপূর্ন এই অনুষ্ঠানে ছিল তীর্থ যাত্রার সবচেয়ে আকর্ষণীয় অংশ আলোক শোভাযাত্রা। মোমবাতি হাতে হাজার হাজার মানুষের এই শোভাযাত্রাটি প্রায় তিন ঘন্টা দীর্ঘায়িত হয়েছিল।

এছাড়াও সেখানে ছিল নিরাময় অনুষ্ঠান,  নিশি জাগরণ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে ২৭ তারিখের পর্ব শেষ হয় রাতে। তারপর ২৮ তারিখ সকালে শুরু হয় জীবন্ত ক্রুশের পথ। জীবন্ত ক্রুশের পথে অংশ নেয় হাজার হাজার মানুষ। পরবর্তীতে অনুষ্ঠিত হয় মহা খ্রীষ্টযাগ। খ্রীষ্টযাগে প্রার্থনা করা হয় বিশ্ব শান্তির জন্য। দেশ বিদেশে মহামারি, যুদ্ধ, হানাহানির যাতে দ্রুত সমাপ্তি ঘটে এবং বিশ্বের সকল মানুষ যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

দেশ বিদেশের হাজার হাজার পুন্যার্থীর অংশগ্রহণে শুক্রবার দুপুর নাগাদ শেষ হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই খ্রিস্টানদের তীর্থ উৎসব।