নিউজ ডেস্ক: ঢাকা গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর নির্বাচনী ২০২০ দামামা বেজে উঠেছে। আজ দুটি প্যানেলের চূড়ান্ত বাছাইয়ের শেষ দিন। সভাপতি পদে বর্তমান সভাপতি অর্পিত দাংগো এবং বিরোধী দল সভাপতি হেরিসন দালবত (নতুন প্যানেল) এর প্যানেলটি গঠিত হয়ে নমিনেশান পত্র সংগ্রহ করেন। সরকারী সমবায় আইন মোতাবেক যাচাই বাছাইয়ের পর দুটি প্যানেলের মধ্যে এই প্রতিদ্বন্দিতা হবে বলে সবাই আশা করছেন।
ঢাকায় অবস্থানরত সকল গারো জাতিসত্তার অর্থনৈতিক স্থিতিশীল করতে সমবায়টি গঠিত হয় ১৯৯২ সালে, এরপর ১৯৯৩ সমিতির রেজিষ্ট্রেশান হয়।
গারো সমিতির এক কর্মকর্তা আ.বিমা টাইমসকে জানান, ঢাকা গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে বর্তমান মূলধন প্রায় সাড়ে পাঁচ কোটি, সদস্য সংখ্যা প্রায় সাড়ে চার হাজার এবং হাল নাগাদ ভোটার সংখ্যা সতেরশ আটচল্লিশজন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রার্থীগণ আগামী তিন বছরের জন্য নির্বাচিত হবেন এবং সমিতির প্রতিনিধিত্ব করবেন।
বিধি মোতাবেক এই নির্বাচনী গত জুন মাসে হওয়ার কথা থাকলেও, করোনা পরিস্থিতি প্রকটের জন্য নির্বাচনটি পেছানো হয়। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২০ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
(নির্বাচনী সংক্রান্ত জন মতামত জানতে নিয়মিত চোখ রাখুন…)