আন্তর্জাতিক ডেস্ক নিউজ: ব্রাজিলে করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। ওয়ার্ল্ডো মিটার্স ডট ইনফোর রেকর্ড অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়া দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটির নাম।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার অনীহা প্রকাশ করে চলেছেন। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো দেশে সামাজিক দূরত্বের মতো ব্যাপারেও কোন পদক্ষেপ গ্রহণ করছে না তার সরকার। এমন অবস্থায় বিশ্ব পর্যটকের অন্যতম দেশ, অর্থাৎ পুরো ব্রাজিল জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ।
ব্রাজিলের স্বাস্থ্য ইনস্টিটিউট ফাইক্রুজ বলেছেন, করোনায় দেশের পরিস্থিতি ‘সংকটপূর্ণ’। মাত্র ১৫ শতাংশ পূর্ণবয়স্ক মানুষদের ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে।
এছাড়াও বিবিসি জানিয়েছেন, আসন্ন শীত ও টিকাদান কার্যক্রমের ধীরগতি হওয়ায় দেশটির সার্বিক পরিস্থিতি আরও বেশ উদ্বেগজনক।
ওয়ার্ল্ডো মিটার্স এর তথ্যানুযায়ী গতকাল পর্যন্ত ব্রাজিলে করোনা ভাইরাসের সংক্রমণে ৫০০,৮৬৮ জন মানুষ মারা গেছেন এবং ১৭,৮৮৩,৭৫০ জনেরও বেশি মানুষের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ তথ্যোনুযায়ী বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়া দেশের তালিকায় দ্বিতীয় অস্থানে রয়েছে ব্রাজিলের নাম এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।