আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: অনলাইন ব্লগ পেজে বিভিন্ন বিষয় লেখালেখির পাশাপাশি দীর্ঘদিন যাবত লুই সাংমা প্রবাসে বসে শিল্প সাহিত্য ছাড়াও গান লিখে চলেছেন। গারো ভাষায় রোমান্টিক গান প্রথমবারের মতোন সঙ্গীত শিল্পী সমাপন স্নাল ও জুঁই বনোয়ারীর দ্বৈত কন্ঠে তাঁর বহুল প্রতিক্ষীত একটি অডিও গান। গানটি রিলিজ হচ্ছে আসছে ২৪ ডিসেম্বর খ্রীষ্টানদের বড়দিন উৎসবে। এ গানটি শুনতে পাবেন ইউটিউব চ্যানেলে (garohub)। গারো গানটিতে ভিন্ন রকমের আবেগ, প্রেমের আবেদন নিবেদন এবং স্বাদ জড়িয়ে আছে বলে জানালেন এ সময়ের গারো মিউজিক উদ্যোক্তা।
ছবি: ষ্টডিওতে শিল্পী সমাপন স্নাল
রিলিজ গানটি গারো বা আ.চিক ভাষায় গানের কথাগুলো যেমন ‘নিথুরিরি চিরিং সামবাও বালোয়ান গাসুয়েঙা, আপসান দাক্কে রোনা সিক্কা মাইনা না.আ জাজ্রেঙা’। গানটির সুর করেছেন ওস্তাদ এবং শিল্পী ফরিদ জাম্বিল। আগামী কিছুদিনের মধ্যে ভিডিওর কাজও সমাপ্ত করে গানটির ভিডিও আকারে রিলিজ করার কথা জানান। গানটি প্রকাশ করছেন গারোহাব আকার্ভ ইউটিউব চ্যানেল। এছাড়াও এবার সেই মিডিয়া পরিবারটি ‘দ্যা লাস্ট লিজেন্ডস অব সাংসারেক’নামে একটি ডকুমেন্টরি প্রকাশিত হয়েছে চলতি মাসেই।
উল্লেখযোগ্য বিষয় হলো যখন গান প্রকাশের ক্ষেত্রে ইউটিউবে মিউজিক ভিডিও প্রকাশের প্রবণতা বেশি চোখে পড়ে; তখন কিছু উদ্যোক্তা শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে গানটির অডিও রিলিজের পথে হেঁটেছেন। তিনিও মনে করেন এভাবেই তাঁর প্রকাশিত গানটি শ্রোতাদের উচ্চাশায় দাগ কাটবে। গানটির মিশ্রণ মিউজিক, গানের কথা এবং শিল্পীর গাওয়া সুরগুলো গারো শ্রোতাদের পাশাপাশি বাংলা গানের শ্রোতাদের মধ্যে কিছুটা হলেও সাড়া ফেলবে বলে তিনি আশা করেন। সেই মোতাবেক ভিন্নধর্মী একটি কাজ বলে মনে করছেন উদ্যোক্তা এবং শিল্পীমহলের অনেকেই।
গানটিতে মিউজিক কম্পোজিশান শিল্পী সমাপন স্নাল নিজেই। এছাড়াও বাঁশিতে রিপন এবং গিটারে রয়েছেন চাসং নকরেক এবং পার্থ ঘ্রাগ্রা। দুজনের গিটার এই নতুন গানের হাত ধরেই আবার কাজে ফিরেছেন বলে শিল্পী সমাপন নিজেও মনে করেন।
শিল্পী সমাপন এই গানে গারো ড্রামস বাজিয়েছেন। শিল্পীর মতে, এই গানে গারো ড্রামস প্যাটার্নটিও খুব অন্যরকমভাবে বাজিয়ে মিশ্রণ হয়েছে। এরপর চাসং এবং পার্থর গিটারের দক্ষতায় গানটিতে আরও একটি পালক জুড়েছে তাঁদের বাজানোয়।
গানটি প্রসঙ্গে গারোহাব মিউজিক পরিবারের উদ্যেক্তা লুই সাংমা উচ্ছসিত এবং সংশ্লিষ্ট সকল-কে ধন্যবাদ জানিয়েছেন, শুধুমাত্র অডিও রিলিজ করার মতো একটা সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
রিলিজ হওয়া গানটি প্রসঙ্গে সাংমা জানালেন, গানটিতে ভোকালিষ্ট, শিল্পী এবং কলাকৌশলীদের কাজ করা নিয়ে তিনি খুবই খুশি। তিনি আরও বলেন, এ গানটি ভিন্ন স্বাদের। এর পরবর্তীতে গানটির মিউজিক ভিডিও নিয়ে একটা বড় চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য, এমনটাই আভাস দিয়েছেন উদ্যোক্তা সাংমা। সুতরাং চমক পেতে সাংমার পরবর্তী আপডেটের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে সবাইকে।