নিজস্ব প্রতিবেদক: “সিনোডিয় মন্ডলী: বিশ্বাস, মিলন, প্রেরণ দায়িত্ব” এই মূলভাবকে কেন্দ্র করে পালিত হলো সাধু আন্তনীর তীর্থ উৎসব। ১০ ফেব্রুয়ারি শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার জয়নাগাছা গ্রামে ভক্তি, শ্রদ্ধা আর প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয় এই তীর্থ। সকাল ১১টায় মহা খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল কুবি সিএসসি। উপদেশের সময় তিনি মূলভাবের ওপর আলোকপাত করেন। তীর্থে মধুপুর উপজেলার কয়েক হাজার পূন্যার্থী মিলিত হয়ে সাধু আন্তনীর আশির্বাদ লাভের উদ্দেশ্যে প্রার্থনা করেন।

টাঙ্গাইল মধুপুর উপজেলার জয়নাগাছা গ্রামে তীর্থ উৎসব ২০২৩

পাদুয়ার সাধু আন্তনীর জন্ম ১১৯৫ সালে পর্তুগালের রাজধানী লিসবন-এ। ১৬ বছর বয়সে তিনি সাধু আগষ্টীনের যাজক সম্প্রদায়ে যোগদান করেন। পরে ফ্রান্সিস্কান যাজক সম্প্রদায়ে যোগ দেন। তিনি ইতালীতে বিভিন্ন স্থানে ধর্মোপদেশ দান এবং ন্যায্যতার পক্ষে স্থান নেয়ার কারণে জনপ্রিয় হন।

খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস, একমাত্র সাধু আন্তনীর সঙ্গে প্রভু যীশুর সাক্ষাৎ ঘটেছিল। এর ফলে প্রাপ্ত অলৌকিক শক্তিতে তিনি জীবদ্দশায় তিনি অনেক অলৌকিক কাজ করেছেন। খ্রিস্টানরা এটাও বিশ্বাস করে, সাধু আন্তনীর কাছে প্রার্থনা করলে হারানো জিনিস ফিরে পাওয়া যায়।

১২৩১ সালের ১৩ জুন প্রয়াত এই কর্মসাধকের জীবনাবসান হয়। ইতালির রাজধানী রোমের পাদুয়ার সাধু আন্তনীর একটি আবক্ষ মূর্তি আছে। সেখানে সাধু আন্তনীর জিহ্বা সংরক্ষিত আছে। ২০১৭ সালে সেই জিহ্বা বাংলাদেশে আনা হলে জয়নাগাছাতেও তা প্রদর্শনের জন্য নিয়ে আসা হয়।