আ.বিমা টাইমস, নেত্রকোনা: ভারতে কয়েক সপ্তাহ শুকনো আবহাওয়ার পরে শিলং রাজ্যেসহ অন্যান্য রাজ্যেও গত মঙ্গলবার কয়েক ঘন্টা ভারী বৃষ্টিপাত হয়েছে।

বাংলাদেশের সীমান্তবর্তী সোমেশ্বরী নদী ও  নেত্রকোনা জেলার জনবসতি এলাকার চিত্র

ফলে সেখানে যেসব নগরীতে গত ২৪ ঘন্টায় রাতে সোহরা ৫ সে.মি বৃষ্টিপাত হয়েছে, মাওসিনরাম ৪ সে.মি, নংস্টয়েন ১৩ সে.মি, শেল্লা ১২ সে.মি, জোওয়াই ১২ সে.মি, বাঘমারা ১০ সে.মি এবং খালিহরিয়টে ৯ সে.মি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

ঐ নগরীতে গত সোমবার রাতে বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং মঙ্গলবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।

এদিকে ভারত সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের  নেত্রকোনা, শেরপুর এবং এর নিকটবর্তী জেলায় দুইদিনের টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের ফলে সোমেশ্বরী নদীসহ অন্যান্য ভারতঘেষা নদীতেগুলোতে দ্রুত পানি বাড়তে শুরু করেছে। এছাড়াও ঐ সীমান্তবর্তী এলাকায় নিম্নাঞ্চলের বসতবাড়ীতে পানি প্রবেশ করায় আগাম বন্যার আশঙ্কা করছেন এলাকাবাসী। সূত্র/এসটি