ওয়েলসন নকরেক, টাঙ্গাইল প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন আলোচনা সভায় সাংসদ জুয়েল আরেং, এমপি’কে (ময়মনসিংহ-১, হালুয়াঘাট-ধোবাউড়া) নিয়ে বিরূপ মন্তব্য করায় সাংসদ নিজে বাদী হয়ে মন্তব্যকারী সুভাষ বর্মন (৫০), আলোচনা সভার সভাপতি সাংবাদিক নিখিল মানখিন (৪৫), সঞ্চালক জন জেত্রা (৩৮) এর বিরুদ্ধে ধোবাউরা থানায় মামলা করেছেন (মামলা নং ০৩, তারিখ- ১৮.০৭.২১ ইং)।
ঐ মামলার এজাহারে বলা হয়, গত ১৩ জুলাই (মঙ্গলবার ২০২১) ‘আদিবাসী বলছি’ নামের ফেসবুক পেইজে অনলাইন আলোচনা সভায় সুভাষ বর্মন (৫০) নামক এক ব্যক্তি ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং, এমপি’কে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি নিখিল মানখিন ও সঞ্চালক জন জেত্রা কোনো প্রতিবাদ না করে নীরব ভূমিকা পালন করেন বলে অভিযোগ করা হয়। এছাড়াও মামলার প্রাথমিক তথ্য বিরণীতে বলা হয়, ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানীকর তথ্য প্রকাশ ও প্রচারে করে আইন শৃঙ্খলা অবনতি করাসহ সহায়তা করার অপরাধে এদেরকে অভিযুক্ত করা হয়েছে।
TWA সম্পর্কিত ভার্চ্যুয়াল মিটিং (জুম), ভিডিওর স্ক্রীণশট ফটো
TWA’র (ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন) মেয়াদ উত্তীর্ন শাখা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সাংবিধানিক ও সাংগঠনিক জটিলতা নিরসনকল্পে অনলাইন শীর্ষক আলোচনার সভাপতি, সঞ্চালক এবং এক আলোচকের বিরুদ্ধে দেশের জিডিটাল নিরাপত্তা আইনে গত ১৮ জুলাই ২০২১ইং তারিখে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামলার অন্যতম বিবাদী ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন জেত্রা বলেন, ‘মন্তব্যতো আসলে বিষয় না, আমাদেরকে হয়রানি করা-ই মামলার উদ্দেশ্য। আদিবাসীদের স্বার্থে কথা বলায় আমাদেরকে দমন করার জন্যই মামলাটি করেছেন।‘ এ অভিযোগ সম্পর্কে তিনি আরও জানান, কঠোর লকডাউনের কারণে কোর্ট বন্ধ থাকায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে জানান ছাত্র নেতা জন জেত্রা।