আ.বিমা টাইমস, মধুপুর প্রতিনিধি: আগামীকাল ২১ অক্টোবর বৃহস্পতিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার সুবকচনা গ্রামে উদযাপিত হতে যাচ্ছে গারোদের প্রধান উৎসব ওয়ানগালা। প্রায় সম্পূর্ণ আদি রীতি মেনে উদযাপিত হবে এই উৎসব। ‘সাংসারেক কমিউনিটি, বাংলাদেশ’ ও সুবকচনা গ্রামবাসী মিলে আয়োজন করছে গারোদের বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যবাহী প্রাচীন উৎসবটি। সহ-আয়োজক ‘সাংসারেক কমিউনিটি, বাংলাদেশ’ এর সভাপতি শীতল স্নাল তথ্যটি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে রুগালার মাধ্যমে শুরু হয়ে শুক্রবার বিকেলে দামা গগাত্তার মাধ্যমে শেষ হবে ওয়ানগালা। রুগালার পরে সাসাৎ সু.আ, ওয়ানচি গাদিবিঙা, জল আন্না, বিসিরি ওয়াত্তা কৃত্যসমূহ একে একে সম্পন্ন হবে। এর মাঝেই চলতে থাকবে পানাহার, রেরে, আজিয়ার মতো লোকগীতি গাওয়া।
ওয়ানগালা গারোদের প্রধান উৎসব এবং উদযাপনের প্রস্তুতি চলছে, ছবি : শীতল স্নাল, মধুপুর।
ওয়ানগালা গারোদের প্রধান উৎসব। ধানের বীজ দানের জন্য শস্য দেবতা মিসি-সালজংকে কৃতজ্ঞতা জানাতে এই উৎসব পালিত হয়। গারোদের আদি বিশ্বাসমতে ফসল ঘরে তোলার পরে মিসি-সালজংকে উৎসর্গ না করে সেই ফসল তারা খেতো না।
গারোরা ধর্মান্তরিত হওয়ার পর এই উৎসব প্রায় ভুলতে বসেছিল। বহু বছর পর ওয়ানগালা আবার উদযাপন করা শুরু করলেও এর কাঠামো ও ভাবধারায় পরিবর্তন আসে। ইদানিং নতুন প্রজন্মের অনেকে ওয়ানগালার আদি কাঠামো ও ভাবধারা বজায় রেখে এটি পালন করার চেষ্টা করছেন।