আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আজ রাত আনুমানিক ৮টায় টাঙ্গাইল জেলাধীন মধুপুর উপজেলার অপহৃত কোচ আদিবাসী কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসনের সহায়তায়। অপরূত হওয়ার দুই সপ্তাহ পর আদিবাসী কিশোরীকে উদ্ধার করেছে।

ওই কিশোরী উদ্ধারের খবরটি টেলিফোনে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সদস্য সচিব (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) বকুল চন্দ্র বর্মন এবং বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন (কেন্দ্রিয় কমিটি) এর সাধারণ সম্পাদক, কোচ রুবেল মন্ডল তিনি তার ফেবু স্ট্যাটাসে কিশোরী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। দু’জনের ভাষ্য মতে, কিশোরীসহ আসামীকে নিজ এলাকা থেকে উদ্ধার করে বলে জানান।

কিশোরী অপহরণের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুল মান্নান নামে মুসলিম এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠে। আদিবাসী কিশোরীটি ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকুড়ি গ্রামের কোচ-বর্মণ সম্প্রদায়ের এবং পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গত ৩১শে মার্চ ২০২১ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে কিশোরীর পিতা শ্রী রাম চন্দ্র বর্মণ (৫০) অভিযোগ করেন। তিনি অভিযোগ করে বলেন, তার নিজ বাড়ির পাশ থেকে মেয়ে সৃষ্টি রানী বর্মন (১৫)কে অপহরণ করে নিয়ে যায় পাশের গ্রামের মো: হাতেম আলীর (৫৫) ছেলে মো: মান্নান আলী (২১) এবং তার দলবল। অপহরণকারীর বাড়ি ওই একই উপজেলায় সবকছনা (পূর্ব পাড়া) গ্রামে। এরপর কিশোরীর পরিবার ১লা এপ্রিল বৃহস্পতিবার মধুপুর থানায় অভিযোগ দায়ের করে।

(অপহরণ এবং কিশোরী উদ্ধারের বিষয়টি বিস্তারিত আসছে…চোখ রাখুন)