আ.বিমা টাইমস, মধুপুর : আজ রোববার (৯ মে ২০২১) টাঙ্গাইল জেলার মধুপুর থানার টেলকী গ্রামে আদিবাসীদের ভূমি ও প্রাচীন সামাজিক কবরস্থান, শ্মশান (মাংরুদাম) এর উপর ইকো-ট্যুরিজম উন্নয়ন ও আরবোরেটুম বাগানের নামে প্রাচীর নির্মাণ ও অন্যান্য স্থাপনা তৈরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচীটি আয়োজন করে মধুপুরের স্থানীয় বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা।

 

 

স্থানীয় বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা আজ সকাল ১০টায় মধুপুরের জলছত্র পঁচিশ মাইল এর মেইনরোড এলাকায় সমবেত হয়ে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচীটি শান্তিপূর্ণ এবং স্বাস্থ্যবিধি মেনে পালন করে। মানববন্ধনে স্থানীয় আদিবাসীরা বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফসটুনে ‘ইকো-ট্যুরিজম প্রাচীর ও স্থাপনা নির্মাণ অনতিবিলম্বে বন্ধ করা হোক’ মর্মে লেখা নিয়ে উল্লেখিত স্থানে হাজির হতে থাকে। এছাড়াও এসময় ‘বনবিভাগ এবং বনবিভাগের দালালরা হুশিয়ার সাবধান‘ বলে তারা বিভিন্ন শ্লোগান তুলে।

 

 

মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচীতে বক্তারা বলেন, মধুপুরের টেলকী গ্রামে আদিবাসীদের ভূমি ও প্রাচীন কবরস্থানে ইকো-ট্যুরিজম উন্নয়নের নামে প্রাকৃতিক বন ধ্বংস করে আরবোরেটুম বাগান রেস্ট হাউজ নির্মাণ এবং প্রাচীর নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় মধুপুরের আদিবাসী জনগণ আরও কঠোর আন্দোলন করার হুশিয়ারী দেন। এ সময় বক্তারা আরও বলেন, বনবিভাগ যেকোন উপায়ে আদিবাসী এলাকাতে ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের পায়তারা করছে এবং বনবিভাগকে কিছু বিপদগামী আদিবাসী নেতারা গোপনে আঁতাত করে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে এবং বক্তারা এদেরকে ‘সর্ষে মধ্যে ভূত’ বলে আখ্যায়িত করে অনতিবিলম্বে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। স্থানীয় প্রত্যেক আদিবাসী সংগঠনের দাবি, আদিবাসী অধ্যুষিত এলাকায় কোনো ধরনের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হলে আদিবাসীদের সাথে বাস্তবায়নের অর্থপূর্ণ আলোচনা করতে-ই হবে।

 

 

এ মানববন্ধনে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সভাপতি জন জেত্রা, গারো স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি প্রলয় নকরেক, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, আজিয়ার সদস্য সচিব শ্যামল মানখিন, জেএফএস এর সাধারণ সম্পাদক  লিয়াং রিছিল, সহ-সভাপতি, বাগাছাস (মধুপুর) বিশ্বজিৎ সিমসাং টিটু, মানবাধিকার কর্মী এডওয়ার্ড মাংসাং এবং বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন (সেন্ট্রাল), যুগ্ন আহ্বায়ক অন্তর কোচ প্রমূখ।

মানববন্ধন শেষে আদিবাসী নেতৃবৃন্দ বলেন, এখন যেহেতু করোনার বেশ প্রকোপ; ফলে ডাকযোগে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্মারকলিপির কপিটি পাঠানো হবে বলে জানিয়েছেন।