আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর শালবনে বন বিভাগ কর্তৃক পেগামারী গ্রামে গারো আদিবাসী কৃষক বাসন্তী রেমা ও গেটিস যেত্রা’র লক্ষ লক্ষ টাকার আবাদি ফসল (কলা বাগান) জোড়পূর্বকভাবে কেটে ফেলা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২০) স্থানীয় সময় সকাল পৌনে দশটায় এ ঘটনাটি ঘটে।
এ নিয়ে স্থানীয় গারো আদিবাসী অধ্যূষিত মধুপুর গড় এলাকায় এক উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদে স্থানীয় জনগণ এবং গারো আদিবাসী ছাত্র সংগঠন (বাগাছাস) তাৎক্ষণিকভাবে বন বিভাগের দোখলা বিট অফিস ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করে। প্রতিবাদ প্রতিহত করতে ইতোমধ্যে বন বিভাগ পুলিশ বাহিনী ডেকেছে বলে জানায়।
সেখানকার স্থানীয় আদিবাসী এবং ভিক্টিমের অভিযোগ, বন বিভাগের সহকারী কমিশনার জামাল হোসেন তালুকদার, রেঞ্জার আব্দুল আহাদ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী সদস্য জাহাঙ্গীর এর নেতৃত্বে কলা বাগান কেটে উজাড় করা হয়। গারো আদিবাসী ভিক্টিম বাসন্তী রেমা ও গেটিস যেত্রার ঘনিষ্ঠ এক আত্মীয় জানান, তাঁরা দীর্ঘদিন এই জমিতে বংশপরম্পরায় বসবাস ও চাষাবাদ করে আসছে এবং কোনরকম মৌখিক বা লিখিত আগাম নোটিশ ছাড়ায় কলা গাছ নিধন কর্মসূচী চালায় বন বিভাগ।
দীর্ঘদিনের আবাদি জমিতে বিনে নোটিশে ফসল নিধন কর্মসূচী “রিজার্ভ ফরেস্ট” এর নামে মধুপুর গড়ে আদিবাসী উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র বলে আদিবাসী গারো ছাত্র সংগঠন এবং এলাকাবাসী দাবি করেন।