নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নে আগামীকাল ১৫ জুন বুধবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে ভিন্ন ভিন্ন কারণে দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। স্থগিতকৃত ইউনিয়ন দু’টি হলো, ৯ নং অরণখোলা ও ১০ নং ফুলবাগচালা ইউনিয়ন।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামীলীগের এক নেতার বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগে রবিবার রাতে অরণখোলা ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশ দেন নির্বাচন কমিশন।
মধুপুর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে অংশগ্রহণকারী আদিবাসী প্রার্থীদের তালিকা
অন্যদিকে ফুলবাগচালা ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডে ভোটার তালিকায় জটিলতার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন থেকে এ স্থগিতাদেশ জারি করা হয়। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপপরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে।
স্থগিতাদেশের পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’
ওই নির্দেশনার কারণে উপজেলার অরণখোলা ও ফুলবাগচালা ইউনিয়ন দু’টি ছাড়া কুড়ালিয়া, মহিষমারা, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও শোলাকুড়ী এই ছয়টি ইউনিয়নের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনে ৬টি ইউনিয়নের মধ্যে ৩টিতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও মেম্বার পদে যথাক্রমে ১জন, ৩জন ও ১৪জন আদিবাসী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।