নিজস্ব প্রতিবেদক: সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে যুবক-যুবতিদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাঁকড়াগুনি গ্রামে সকাল সাড়ে দশটায় ‘কাঁকড়াগুনি সেংবিয়া যুব সংঘ’র আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে শোলাকুড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেদুরিয়া, কাঁকড়াগুনি, সাধুপাড়া, জালাবাদা ও পূর্ব বন্দরিয়া গ্রামের ৫০ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কাঁকড়াগুনি সেংবিয়া যুব সংঘ’র সভাপতি অনিক দফোর সভাপতিত্বে এবং মানিক দফোর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেদুরিয়া জাসেঙা যুব সংগঠন’র সাবেক সাধারণ সম্পাদক রিচার্ড দফো, কাটাজানি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়েলসন নকরেক, টাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক শাওন রুগা, গারো স্টুডেন্ট ফেডারেশন(জিএসএফ) মধুপুর উপজেলা শাখার আহবায়ক তুষার নেকলা, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) মধুপুর উপজেলা শাখার সভাপতি ইব্রিয় মানখিন প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন এলাকার যুবক-যুবতি 

বেদুরিয়া জাসেঙা যুব সংগঠন’র সাবেক সাধারণ সম্পাদক রিচার্ড দফো তার বক্তব্যে বলেন, ‘আমরা পাশাপাশি কয়েকটি অবস্থান করার পরও আমরা একে অপরকে চিনি না বা ভাল কমিউনিকেশন নাই। যদি আমাদের মধ্যে কমিউনিকেশনটা আরো শক্ত হতো তাহলে পড়াশোনা, চাকরিসহ আরো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি হতো।’

আ.বিমা টাইমস২৪ নিউজ ডটকম এর স্টাফ রিপোর্টার ও কাটাজানি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়েলসন নকরেক বলেন, ‘এলাকার যুবক-যুবতীদের সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সম্পর্ক জোরদার করা জরুরি। পারস্পরিক সম্পর্ক দৃঢ় হলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে।’ তিনি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বারোপ করার জন্য সকল গ্রামের যুব প্রতিনিধিদেরকে আহবান জানান।

পরে ৯নং ওয়ার্ডের যুবক-যুবতীদের নিয়ে একটি সংগঠন গঠন করার উদ্দেশ্যে রিচার্ড দফো, শিমুল মানখিন ও তুষার মাজিকে নিয়ে যথাক্রমে আহবায়ক, সহ-আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয়।