ওয়েলসন নকরেক, মধুপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোর ৯ম ধাপের নির্বাচন। মধুপুরের ৮টি ইউনিয়নের ৫টি আদিবাসী অধ্যুষিত ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো, শোলাকুড়ি, ফুলবাগচালা, কুড়াগাছা, অরণখোলা এবং বেরিবাইদ ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নে মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও চেয়ারম্যান পদের প্রার্থী মাত্র একজনই প্রতিদ্বন্দিতা করছেন। সেই এক মাত্র চেয়ারম্যান প্রার্থী হলেন, ১১ নং শোলাকুড়ি ইউনিয়নের শাওন রুগা। শাওন রুগা ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শাওন রুগার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কা
শাওন রুগার কাছে তার নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ১১ নং শোলাকুড়ি ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনগণের সেবা করাই তার লক্ষ্য ও উদ্দেশ্য। সরকার থেকে যা বরাদ্দ আসবে তা সুষম বন্টন করে জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবেন। আদিবাসীদের ন্যায্য দাবির পক্ষে সবসময়ই থাকবেন বলেও জানান তিনি।
শাওন রুগার নির্বাচনী প্রচারণা
নির্বাচনের আর তিন দিন বাকী। অন্যসব প্রার্থীর মতো শাওন রুগাও তার নির্বাচনী ইশতেহার নিয়ে ভোট ও আশির্বাদ চেয়ে মানুষের দ্বারে দ্বারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আদিবাসী বাঙ্গালী নির্বিশেষে সবার কাছ থেকেই জনসমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন। সরেজমিনে ঘুরে দেখা যায় পোস্টারিং, মাইকিংসহ মোটরসাইকেল শোডাউন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, শোলাকুড়ি ইউনিয়নে মোট ভোটার রয়েছে প্রায় পনেরো হাজার। এর মধ্যে আদিবাসী ভোটার রয়েছে চার হাজারের মতো।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট এবং আশীর্বাদ প্রার্থনা করছে গারো আদিবাসী প্রার্থী শাওন রুগা 
এই ইউনিয়নে অন্যান্য প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন ৩ বারের সাবেক চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, টেলিফোন প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন, ‘চশমা’ প্রতীক নিয়ে ইলিয়াস কাঞ্চন বিদ্যুৎ, ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে মোহব্বত সরকার এবং ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. মোহাম্মদ আব্দুল জলিল।