আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে আ.বিমার সন্তান গারো আদিবাসী দীপু রেমা। তিনি গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১ নভেম্বর) এমন হৃদয় বিদারক এ ঘটনা ঘটে ।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, তিনি মটরসাইকেল দুর্ঘটনার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ সদর হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীপু রেমা, ছবি/সংগ্রহীত
ঘটনা বিবরণে আরও জানা যায়, দীপু রেমার স্থায়ী নিবাস ফুলবাড়িয়া থানার দরগাছালা প্যারিসের সাতমারা গ্রামে। তিনি ময়মনসিংহ সদর ভাটিকাশরে পুরো পরিবার নিয়ে বসবাস করতেন। দীপু রেমা গতকাল সোমবার দুপুরের দিকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া রোডে দেউখোলা মটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়েন। তিনি মটর সাইকেল করে নিজ গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ফুলবাড়িয়া রোডের দেউখোলা নামক জায়গায় পেছন দিক থেকে এক মাইক্রোবাসের ঢাক্কায় সে রাস্তায় পড়ে এবং বিপরীত দিকে আসা আরেক গাড়ীর ঢাক্কাতে তিনি গুরুতর আহত, জায়গাতেই প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে ছিল এবং পরে পথচারীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর দীপু রেমা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৭টা ৩০মিনিটে না ফেরার দেশে চলে যান।
আজ মঙ্গলবার আনুমানিক বিকেল ২টার দিকে তার নিজ বাড়ী সাতমারায় তাকে খ্রীষ্টিয় এবং সামাজিক রীতিতে দাপন করা হয়। তিনি মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।