নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা দিয়ে প্রবাহিত মহাদেও নদীতে অবৈধ্য ও ইজারা বিহীন বালু উত্তোলনের প্রতিবাদে আগামী ৮ অক্টোবর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এলাকাবাসী। জানা গেছে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন, সন্যাসীপাড়া যুব সংগঠন, মহাদেও নদী রক্ষা কমিটি, বাংলাদেশ গারো লিঙ্গাম (মেগাম) ওয়েলফার এ্যাসোসিয়েশন ও বরুয়াকোনার এলাকাবাসী।
মহাদেও নদীর তীরে অবৈধ বালু উত্তোলনে দৃশ্য, ছবি: সংগৃহীত
ভারত সীমান্ত ঘেঁষা গারো অধ্যুষিত এই অঞ্চলের জীবন জীবিকা ও জীবন ব্যবস্থা টিকে আছে এই নদীকে কেন্দ্র করে। অনেক দিন ধরেই অবৈধ্যভাবে বালু উত্তোলন করে আসছে কিছু চক্র । জানা গেছে অনেকবার প্রতিবাদ করেও এর কোন সুরাহা হয়নি। বরং দিনে দিনে বেড়েছে বালু উত্তোলনের পরিমাণ। নদীর কিনারে বেড়েছে ড্রেজার মেশিনের উৎপাত।
রংছাতী ইউনিয়নের পাতলাবন ও সন্যাসিপাড়াসহ আরও বেশ কয়েকটি গারো অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে এই মহাদেও নদী। যুগ যুগ ধরে নদীকে আঁকড়ে বাঁচিয়ে রাখা এই আদিবাসীরা নদীর বর্তমান বেহাল দশায় নিজের বসতভিটা রক্ষায় ও প্রাকৃতিক ভারসাম্য হারানোর ভয়ে নাজেহাল হয়ে এই মান বন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সেখানকার স্থানীয় গারো আদিবাসীসহ আরও কিছু আদিবাসী বাঙ্গালী সম্মিলিত শক্তি।
নদী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার এই যজ্ঞে সংহতি জানিয়েছে, গ্রাম বরুয়াকোনা, কান্দাপাড়া রাজবাড়ী, মৌতলা, বড় মনগড়া, ছোট মনগড়া, গিলাছড়া, বরদল, দ্বীপপুর, ব্যাংকোনা, মহাদেও গারামপাড়া, সন্যাসী পাড়া, জাগির পাড়া ও পাতলাবন গ্রামের আম জনতা। এছাড়াও বিভিন্ন বাঙ্গালী ও আদিবাসী সংগঠনের সংহতি প্রকাশে এই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর সকাল ১০ঃ৩০ মিনিটে সন্যাসী পাড়া গ্রামের মহাদেও নদীর তীরে ।