নিউজ ডেস্ক: সপ্তাহখানেক আগে পবিত্র ক্রুশ সংঘের ফাদারদের সুপিরিয়র ফা. জেমস ক্রুশ সিএসসি ডিসিনিউজের এক সংবাদে বলেন,‘আমরা আজ খবর পেয়েছি ফাদার হোমরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর বয়স এখন ৯২ বছর। তাই শরীরিকভাবে তিনি আশঙ্কাজনক অবস্থানে আছেন।’ তাঁর সুস্থতা কামনা করে সকলের নিকট প্রার্থনার আহ্বান করেছেন সুপিরিয়র ফাদার জেমস ক্রুশ।
সেই মানবসেবী ধর্মগুরু রেভা ফা. ইউজিন হোমরিক সি.এস.সি গতকাল ২৫ জুলাই, ২০২০ শনিবার রাত ১০টায় নিজ দেশ আমেরিকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রেভা ফা. ইউজিন হোমরিক সি. এস.সি’র করোনা ভাইরাস ধরা পড়ার পর চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শুরুর দিকে তাঁর স্বাভাবিক থাকলেও গতকাল থেকে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। উনাকে আশঙ্কাজনকভাবে অবনতি হওয়ায় আমেরিকার হলিক্রশ ফাদারদের হলিক্রশ হাউজে রাখা হয়েছিলো বলে জানা যায়। বাংলাদেশি হলিক্রুশ ফাদারের পাঠানো এক ইমেল বার্তার মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে (Rev. Neil F. Wack, CSC, Assistant Provincial and Secretary, United States Province of Priests and Brothers, Congregation of Holy Cross)।
শ্রদ্ধেয় রেভা ফা. ইউজিন ই. হোমরিক সিএসসি-র জন্ম ১৯২৮ খ্রীষ্টাব্দের ৮ ডিসেম্বর যুক্তরাষ্টের মিশিগান প্রভিন্সের মুসকিগন (Mercy Hospital in Muskegon, Michigan, USA) নামক স্থানে শ্রদ্ধেয় ফাদার ইউজিন ই. হোমরিক সিএসসি-র জন্ম হয়। জার্মান এবং ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী তাঁর পিতা স্বর্গীয় বার্নার্ড হোমরিক ছিলেন মিশিগানের বড় একটা ফার্মের মালিক এবং মায়ের নাম স্বর্গীয়া ইলা হোমরিক, গৃহিণী। ৪ ভাই এবং ২ বোনের মধ্যে যথাক্রমেবা স্বর্গীয় বার্নার্ড হোমরিক (মৃত), স্বর্গীয় রবার্ট হোমরিক, ডমিনিকান সিস্টার রোজমেরি (নার্স মিডওয়াইফ), ফাঃ ইউজিন হোমরিক, স্বর্গীয় যোসেফ হোমরিক এবং প্যাট্রিসিয়া হোমরিক (নার্স); এদের মধ্যে ফাদার ইউজিন ই. হোমরিক সিএসসি চতুর্থ সন্তান।
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েও বিলাসবহুল জীবন ভুলে বাংলাদেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়েছিলেন স্বাধীনতার পূর্ববর্তী সময়। তিনি অসম্ভব কর্মদীপ্ত, কর্মোদ্দীপক, আত্মবিশ্বাসী এবং আবিমা’র আলোক বর্তিকা। প্রখর বুদ্ধিদীপ্ত, অসাধারণ এবং অনন্য এক যাজক। তাঁর হস্তে অস্ত্র হিসেবে ছিল শাণিত কলম। আবিমাঞ্চলে অন্ধকারে আলোর মহানায়ক হিসেব আর্বিভূত হয়েছেন। মহান স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাঁজি রেখে লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন। যুদ্ধের আগে এবং পরবর্তীকালে আবিমা’র খ্রীষ্টিয় সমাজ গড়ার স্বপ্নদ্রষ্টা এবং এক সুণিপুন কারিগর। শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ আরও অনেক কাজে নিজেকে উজার এবং সর্বস্ব করে দিয়েছে। অকাতরে সবকিছু বিলিয়ে দিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তিনি হলেন, আবিমা’র বীর ধর্মযুদ্ধা আর জীবন্ত কিংবদন্তী হিসেবে পরিচিত আমেরিকান নাগরিক রেভা ফা. ইউজিন ই. হোমরিক, সিএসসি। তিনি নিজ হাতে গড়েছেন জলছত্র এবং পীরগাছা ধর্মপল্লী। আবিমা অঞ্চলের মান্দিসহ সবার প্রাণপ্রিয় পিতৃতুল্য ধর্মগুরু। জাতি বর্ণ নির্বিশেষে সকলের অতি প্রিয় এক মানুষ ছিলেন। উল্লেখ্য বাংলাদেশের ময়মনসিংহ-টাঙ্গাইল অঞ্চলে ৬০ বছরেরও অধিক সময় ধরে প্রৈরিতিক কাজ করে যান রেভা. ফাদার হোমরিক, সিএসসি।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অকৃত্রিম বন্ধু ফাঃ ইউজিন ই. হোমরিক সিএসসি-র মৃত্যুতে খ্রিষ্টমন্ডলীসহ আদিবাসী সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।