নিজস্ব প্রতিবেদক, শেরপুর: ক্যাথলিক মিশনারী লরেটো সিস্টারস সম্প্রদায়ে চিরব্রত গ্রহণ করেছেন সিস্টার লিন্ডা ক্যাথরিন ম্রং। গতকাল ৩০ জানুয়ারী ২০২৩ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য উচ্চারণের মধ্য দিয়ে তাঁর ব্রতীয় জীবনের শপথ গ্রহণানুষ্ঠান সম্পন্ন করেন। শেরপুরের ঝিনাইগাতি থানার সাধু জর্জের ধর্মপল্লী মরিয়মনগরে এই শেষ ব্রত গ্রহণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় লরেটো সম্প্রদায়ের সিস্টারসগণ এবং এলাকার জনগণের উপস্থিতিতে তিনি এই ব্রতীয় বাক্য উচ্চারণ করেন। ব্রত অনুষ্ঠানের গির্জায় যাজকত্ব করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রদেশ পাল বিশপ পৌল পনেন কুবি।
সিস্টার লিন্ডা ক্যাথরিন ম্রং শপথ বাক্য পাঠ করছেন
সিস্টার লিন্ডা ক্যাথরিন ম্রং এর পৈত্রিক বাড়ি শেরপুরের ঝিনাইগাতি থানার দুধনই গ্রামে। ময়মনসিংহ ধর্মপ্রদেশ ও গারোদের মধ্যে তিনিই লরেটো সম্প্রদায়ের প্রথম সিস্টার এবং প্রথম শেষ ব্রত গ্রহণকারী। এহেন আরও উল্লেখ্য যে, তারই আপন আরেকজন ছোট বোন সিস্টার দীপিকা সারা ম্রং তিনিও একই সম্প্রদায়েই সিস্টার হিসেবে জীবন অতিবাহিত করছেন।
ছবিতে বামে সিস্টার লিন্ডা ক্যাথরিন ম্রং
গত ৩০ জানুয়ারী ব্রত গ্রহণের পর আজ ৩১ জানুয়ারী দুধনই গ্রামে সিস্টার লিন্ডা ক্যাথরিন ম্রং এর বাড়িতে ধন্যবাদের মিশার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ধন্যবাদ অনুষ্ঠানে যাজকত্ব করেন সিস্টারের আপন কাকা যাজক যোসেফ চিসিম। ২৯ জানুয়ারি থাকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রথম দিন মঙ্গলানুষ্ঠান অনুষ্ঠিত হয়।