আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মল্লিকবাড়ি গ্রামের গারো বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমা (অনুমানিক বয়স ৭৩) আজ সকালে মারা গেছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সময়ে নিজ বাড়িতে পরলোকগমন করেন। গারো বীর মুক্তিযোদ্ধ দীর্ঘসময় ধরে নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
গারো বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমার জন্ম ১লা নভেম্বর ১৯৪৮ সাল। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বারোমারি গ্রামে জন্ম গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় শেরপুর সরকারি কলেজের ইন্টার ফাইনালের ছাত্র ছিলেন তিনি। তিনি ১১ নম্বর সেক্টরে, সেক্টর কমান্ডার কর্নেল তাহের সঙ্গে যুদ্ধ করেছেন।
ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে মল্লিকবাড়ি নিজ গ্রামে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেয়ার পর গারো বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চিরানকে রাস্ট্রীয় মযার্দায় তাঁদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধার স্ত্রী মারা গেছেন অনেক আগেই। তিনি পরিবারে তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
গারো বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চিরান সহজ সরল এবং সাদা মনের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নামে পরিবারসহ এলাকায়।