আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: কাল ৪ঠা এপ্রিল, রোববার বাংলাদেশ সহ বিশ্বের সকল খ্রিষ্টবিশ্বাসীরা মহাসমারোহে পালন করতে যাচ্ছে মৃত্যুঞ্জয়ী প্রভু যিশুর গৌরবময় পুনরুত্থান মহোৎসব পাস্কা বা ইস্টার সানডে। মহা আনন্দের সঙ্গে স্মরণ করা হচ্ছে, পালন করা হচ্ছে প্রভু যিশুর গৌরবময় পুনরুত্থান উৎসব।
এ মহোৎসব নবজীবন শনিবার রাত থেকেই শুরু হয়। খ্রিষ্টবিশ্বাসীরা শনিবার রাতে নিস্তার জাগরণী উপাসনার মধ্যে দিয়ে যিশুর পুনরুত্থান ঘোষণা করে মেতে ওঠে পুনরুত্থানের আনন্দে। সে সময় প্রতীকী হিসেবে প্রজ্জ্বলন করা হয় পুনরুত্থানে বড় আকৃতির মোমবাতির প্রদীপ, আর এভাবেই ঘোষিত হয় যিশুর পুনরুত্থানের মধ্য দিয়ে মানুষের জীবনে এনেছে নবজীবন, নতুন আলো; যিশুর পুনরুত্থান দূরীভূত করেছে পাপের অন্ধকার, সকল মানুষের কালিমা; মানুষ মৃত্যুঞ্জয়ী যিশুখ্রিষ্টের সঙ্গে নবীভূত, একীভূত হয়েছেন।
পাস্কা অর্থ কি, হিব্রু ভাষায় পাস্কা মানে পেরিয়ে যাওয়া বা পার হয়ে যাওয়া বুঝায়। অর্থাৎ যিশুর যাতনাভোগের মধ্য দিয়ে যিশু আবার পুনরুত্থান করেছেন, সকল পাপের ওপর বিজয় এনেছেন। মানুষকে পাপ থেকে মুক্ত করেছেন। সে অর্থেই এই মহোৎসবের নাম পাস্কা পর্ব। যিশুর পুনরুত্থানে মানুষের জীবনে উষার আলোর উদয় হয়েছে, নতুন জ্যোতি এনেছেন, তাই এই পর্বের নাম ইস্টার।
করোনা মহামারি দরুন বিশ্বে স্বাস্থ্যবিধি মেনে এই যিশুখ্রিষ্টের আলোর মহোৎসবটি পালন করবে বলে জানা গেছে। করোনা প্রকোপে এবারে যিশুর পুনরুত্থান পর্বটি ভিন্ন আঙ্গিকে হলেও প্রভু যিশুর মহা আনন্দ, পুনরুত্থানের নব বার্তা, খ্রিষ্টের জ্যোতি খ্রিষ্টবিশ্বাসীদের প্রত্যেকের অন্তরে পৌঁছুবে বলে তাদের বিশ্বাস।