আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ভারতের উত্তর-পূর্ব মেঘালয় রাজ্যে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন স্থানীয় দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান কনরাড সাংমা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির গোটা শীর্ষ নেতৃত্ব মেঘালয়ের রাজধানী শিলংয়ে মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এহেন উল্লেখ্য, মেঘালয়ের ৬০ সদস্যের বিধানসভার মধ্যে মাত্র দুটি আসনে জিতেছে বিজেপি। তা সত্ত্বেও মঙ্গলবার যে ১২ মন্ত্রী শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে ১ জন বিজেপির মন্ত্রী। মেঘালয়ে ৬০ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩১ আসন। এনপিপি পেয়েছে ২৬টি।

কনরাড কে সাংমা পিক২ ২০২৩

শপথ গ্রহণ অনুষ্ঠানে কনরাড কে সাংমা

এরপর প্রথমেই তাঁদের সমর্থন জানায় বিজেপি এবং তারপর একাধিক স্থানীয় দল যার মধ্যে রয়েছে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি, যারা পেয়েছে ১১টি আসন। এ ছাড়া রয়েছে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এবং হিল স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি, যারা দুটি করে আসন পেয়েছে। ফলে সব মিলিয়ে এখন ৬০ আসনের বিধানসভায় ক্ষমতাসীন এনপিপি–বিজেপি জোটের শক্তি দাঁড়িয়েছে ৪৫ শরীক দল।

এছাড়ও ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী মানিক সাহার শপথ অনুষ্ঠান আগামী বুধবার। ইতোমধ্যে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য তাঁর দাবি পেশ করেছেন বিজেপির নেতা মানিক সাহা। সোমবার সন্ধ্যায় ত্রিপুরার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আচার্যর সঙ্গে দেখা করে সাহা তাঁর দাবি পেশ করেন। অর্থাৎ আগামীকাল মানিক সাহা এবং তাঁর মন্ত্রিসভা শপথ নেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির গোটা শীর্ষ নেতৃত্ব শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মোদি, অমিত শাহ সব নেতা শিলং থেকে আগরতলায় যাওয়ার কথা রয়েছে।

কে এই কনরাড সাংমা

ভারতীয় গারো তরুণ রাজনীতিবিদ জনাব কনরাড সাংমা’র জন্ম জানুয়ারী ২৮, ১৯৭৮ খ্রিস্টাব্দে। তিনি মেঘালয় রাজ্যের ৮ম বিরোধীদলীয় নেতা এবং সেলসেল্লা (এসটি) এনপিপি’র প্রতিনিধিত্ব করেন। তিনি নিউ দিল্লী থেকে সেন্ট কলম্বাস স্কুলে পড়াশুনা শেষ করে লন্ডন ইউনির্ভাসিটি এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন।

পড়াশুনা শেষ করে তিনি নব্বই দশকের শেষ দিকে নিজের পিতা পি.এ সাংমার জাতীয়তাবাদী কংগ্রেস পাটির প্রচার অভিযানে জড়িয়ে পড়েন। ২০০৮ খ্রিস্টাব্দে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী তাঁর বড় ভাই জেমস সাংমাসহ ন্যাশানালিষ্ট পার্টির সদস্য নির্বাচিত হন এবং পরে রাষ্ট্রীয় মন্ত্রীসভায় অর্থ, বিদুৎ, পর্যটন, জিএডি এবং আইটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় পরিচালনা করেন।

যে কথা বললে নতুন করে আর পরিচয় করিয়ে দেবার প্রয়োজন পড়ে না; জনাব কনরাড সাংমা সাবেক মেঘালয়ের প্রাক্তন মন্ত্রী এবং লোকসভার স্পিকার, পিএ সাংমার ছেলে এবং তাঁর বোন আগাথা সাংমা ১৫তম লোকসভার সদস্য এবং মেঘালয়ের আইন পরিষদের বিরোধীদলীয় প্রধান হুইপ সাবেক মন্ত্রী জেমস সাংমা’র ভাই। পেশায় সমাজ সেবক এবং একজন ব্যবসায়ী।

২০০৯-২০১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মেঘালয় রাজ্যের বিরোধীদলীয় নেতা ছিলেন। তিনি বর্তমানে তুরা আসনের সাংসদ। তিনি তাঁর পিতার মৃত্যুর পর নির্বাচনে সে আসন থেকে জয়ী হন।