আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ভারতের মেঘালয়ে গারো ঐতিহ্যবাহী ৪৪তম ১০০ দামা ওয়ানগালা উদযাপিত হবে ১১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। ‘আ.চিক হেরিটেজ ভিলেজ’ এর আয়োজনে মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস্ জেলার চিবাগ্রে গ্রামে ওয়ানগালার জন্য নির্ধারিত স্থায়ী জমিতে এই উৎসব উদযাপিত হবে।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর ২০২১) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওয়ানগালার আচার-অনুষ্ঠান ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে গারো নাচ, গারো লোকগীতি প্রতিযোগিতা, গারো খাদ্য ও পানীয় তৈরি প্রতিযোগিতা এবং হস্তশিল্প ও তাঁতশিল্প প্রদর্শনীসহ আরও অনেক কিছু। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, এমসিএবি ব্যাংক এবং মেঘালয় ট্যুরিজম এর সহযোগিতায় এই উৎসব আয়োজন করছে ওয়ানগালা কমিটি।
ওয়ানগালা উদযাপনের নিমিত্তে গত ৯ সেপ্টেম্বর শনিবার তুরার চিবাগ্রে পিকনিক স্পটে গারো খাবার ও পানীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরা জেলার ডেপুটি কমিশনার রাম সিং। প্রতিযোগিতাটি আয়োজন করে ‘আ.চিক হেরিটেজ ভিলেজ’।
উল্লেখ্য, ওয়ানগালা গারোদের প্রধান উৎসব যা ফসল কেটে ঘরে তোলার পর শস্যদেবতা মিসি-সালজংকে কৃতজ্ঞতা জানাতে পালিত হয়। মেঘালয়ে ১০০ দামা নিয়ে বৃহৎ আকারে এটি উদযাপিত হয়। প্রতিবছর এটি আসানাং মাঠে উদযাপিত হয়ে আসলেও গত বছর থেকে ওয়ানগালার জন্য স্থায়ীভাবে নির্ধারিত স্থান চিব্রাগ্রে গ্রামে উদযাপিত হয়। ওয়ানগালা আয়োজনের জন্য ৭২ বিঘা জমি উদারভাবে দান করেন চিব্রাগ্রে গ্রামের আ.কিং নকমা ক্রেডিস সাংমা।