আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ভারতের মেঘালয়ে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ২০২৩ রোজ সোমবার সকাল ৭টা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মেঘালয় নির্বচন কমিশনের দেওয়া তথ্যমতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শতকরা ৭৬.৬৬ ভাগ ভোট কাস্ট হয়েছে। রাজ্যের ৫৯টি বিধানসভা আসনে ৩,৪১৯টি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ‘ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি’র প্রার্থী এইচডিআর লিংদোহ এর মৃত্যুতে একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
ভারতের মেঘালয়ে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ ২০২৩
মেঘালয়ের ৬০টি বিধানসভা নির্বাচনী এলাকার ৩৬টি আসন খাসি, জৈন্তিয়া পাহাড় অঞ্চলে আর ২৪টি আসন গারো পাহাড় অঞ্চলে রয়েছে। ২১ লাখেরও বেশি ভোটারের মধ্যে ১০.৯৯ লাখ নারী এবং ১০.৬৮ লাখ পুরুষ ভোটার।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ২১টি আসন পেয়ে কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও অন্যান্য দলগুলো সাথে নিয়া সরকার গঠন করেছিল। এবারও কি এনপিপি সরকার গঠন করবে নাকি অন্য কোনো দল তা জানতে হলে আগামী ২ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।