সুবীর কাস্মীর পেরেরা, যুক্তরাষ্ট্র : গত ১১ জুন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, ইনক (বিসিএ) এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন চলে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রেসিডেন্ট পদে দুজন প্রার্থী। এ নির্বাচনে শ্যামল ডি’ কস্তা ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ক্যারোলিনা সোমা রোজারিও, তিনি ১৪৭ ভোট পান।
বিসিএ’র সাধারণ সভা ও নির্বাচনে মঞ্চে উপস্থিতবৃন্দ, ছবি: সুবীর কাস্মীর পেরেরা
এ নির্বাচনকে ঘিরে পারহাম এভিনিউর মাদার তেরেসা ছিল উৎসব মুখর পরিবেশ। বিসিএ’র ২৮ বছরের ইতিহাসে এই প্রথম শুধু একটি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় যা স্থানীয় কমিউনিটির মধ্যে বিরূপ প্রভাব সৃষ্টি করেছে বলে অনেকের ধারণা।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রবি জেমস রোজারিও। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন ডলি রড্রিক্স ও ড্যানিয়েল মন্ডল। উল্লেখ্য শুধুমাত্র প্রেসিডেন্ট পদের জন্য দুইজন প্রার্থী নির্বাচন করেন। বাকি পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
বিসিএ’র সাধারণ সভা ও নির্বাচন ২০২৩ এ উপস্থিত সদস্য সদস্যাবৃন্দ, ছবি: সুবীর কাস্মীর পেরেরা
এছাড়াও সন্ধ্যায় রস্কো আর নিক্স এলিমেন্টারি অডিটোরিয়ামে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী প্রেসিডেন্ট ডা. পেট্রিসিয়া শুক্লা গোমেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার পিউরীফিকেশনের সঞ্চালনে সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে মৃত সদস্যদের জন্য এক মিনিট নীরবতা দুই দেশের জাতীয় সংগীত ও দীপক মন্ডলের প্রার্থনার মধ্যে দিয়ে সভার কাজ শুরু করেন। ডা. প্যাট্রিসিয়া শুক্লা গোমেজ বিদায়ী ভাষণে বিগত দিনের কার্যক্রম সফলতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত সভায় বিগত বছরের সাধারণ সভার প্রতিবেদন, কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপনা করেন সুকুমার পিউরিফিকেশন। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ব্যালরিন কস্তা।
সামাজিক ও সাংগঠনিক ভবিষ্যত কর্ম পরিকল্পনা আলোচনায় অংশগ্রহণ করেন সম্পদ পেরেরা,গ্রেগরি শীতল পেরেরা, সঞ্জয় পেরেরা,জুড ভি গোমেজ,সুবোধ আর্থার রোজারিও, দীপক মন্ডল ও প্রদীপ কস্তা। আর বিবিধ আলোচনায় অংশগ্রহণ করেন বিপুল এলিট গনছালভেস, রনক মার্টিন, ইসদুর পালমা,পল ফিলিপ রোজারিও,তিতাস ফ্রাংকলিন কুইয়া, রত্না রেগো, ড.পল ফেবিয়ান গোমেজ, অতুল পিউরিফিকেশন, শীতল গোমেজ ও পিকে দাস।
এরপর আগামী দুই কার্যবর্ষের নির্বাচিতদের নাম ঘোষণা করেন কমিশনার জেমস রবি রোজারিও। প্রেসিডেন্ট শ্যামল ডি’কস্তা, ভাইস-প্রেসিডেন্ট নিয়তি নির্মলা রোজারিও, সহ সাধারণ সম্পাদক বিভাষ ফ্রান্সিস রোজারিও, কোষাধ্যক্ষ মিল্টন মাইকেল রোজারিও, সহ কোষাধ্যক্ষ আইরিন পিউরিফিকেশন, ধর্মীয় সম্পাদক মুক্তি এস গোমেজ, প্রকাশনা সম্পাদক পলাশ ডি’পিরীজ, সাংস্কৃতিক সম্পাদক চৈতি লিমা কোরাইয়া,সহ সাংস্কৃতিক সম্পাদক মুক্তা মেবেল রোজারিও,যুব ও ক্রীড়া সম্পাদক সুবীর কাস্মীর পেরেরা, ডিরেক্টর প্রণতি এম কস্তা ও ডিরেক্টর অনিল বার্নার্ড ক্রুশ প্রমূখ।
সভা শেষে লটারি ড্র ও নৈশ ভোজের মাধ্যমে সাধারণ সভা শেষ হয়।