নিজস্ব প্রতিবেদক: আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চিরকালীন যাজক হিসেবে অভিষিক্ত হলেন ডিকন ইউজিন ইব্রিয় নকরেক ও ডিকন ডেনিশ বেনেডিক্ট দারু। গতকাল ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সাধু পৌলের ধর্মপ্ললীতে তাদেরকে যাজক হিসেবে অভিষিক্ত করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল কুবি সিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার শিমোন হাচ্ছা, ময়মনসিংহ ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার বাইওলেন চাম্বুগং, ময়মনসিংহ ধর্মপ্রদেশীয় যাজকদের সভাপতি ফাদার বিপিন নকরেক। এছাড়াও ৬০-৭০ জন অন্যান্য ফাদার, সিস্টার, ব্রাদার এবং কয়েক হাজার খ্রিষ্টভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকাল ১১.৩০টায় খ্রিস্টযাগে নানা আচার-অনুষ্ঠানের পর বিশপের অভিষেক প্রার্থনা উচ্চারণের মাধ্যমে ডিকনদ্বয় যাজক হিসেবে অভিষিক্ত হন। পরে নব অভিষিক্ত যাজক দ্বয়ের হাতে পবিত্র তেল লেপনের পর বিশপ মান্দি কৃষ্টি অনুসারে তাদেরকে কুতুপ পরিয়ে গাগরি পং প্রদান করেন।
বাম দিক থেকে নব অভিষিক্ত ফাদার ইউজিন নকরেক ও ফাদার ডেনিশ দারু
খ্রিস্টযাগের পর নব অভিষিক্ত ফাদারদ্বয়কে পীরগাছা ধর্মপল্লীর পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। আজ শনিবার নব অভিষিক্ত ফাদারগণ নিজ নিজ গ্রামে ধন্যবাদের খ্রিস্টযাগ উৎসর্গ করেন এবং সংবর্ধিত হন।
স্মরণিকার মোড়ক উন্মোচন করছেন বিশপ, নব অভিষিক্ত ফাদার এবং অন্যান্য ফাদারগণ।
অভিষিক্ত ফাদারদ্বয়ের সংক্ষিপ্ত জীবনী
ইউজিন ইব্রিয় নকরেক: জন্ম ১৯৮৯ ২০২২ খ্রিস্টাব্দের ২৮ মে বনানীর পবিত্র আত্না মেজর সেমিনারিতে তিনি ডিকন হিসেবে অভিষিক্ত হন।খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, টাঙ্গাইলের মধুপুর উপজেলার সাইনামারি গ্রামে। নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়েই প্রাথমিক শিক্ষা লাভ করেন। ২০০৮ সালে জলছত্র কর্পোস খ্রিস্টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন ২০১০ সালে ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে। তিনি ২০১৫ খ্রিস্টাব্দে বিএ পাশ করেন ঢাকার নটরডেম কলেজ থেকে। তিনি ঢাকার বনানীতে অবস্থিত পবিত্র আত্না উচ্চ সেমিনারিতে দর্শনশাস্ত্র ও ঐশ্ব তত্ত অধ্যয়ন করেন। ২০২২ খ্রিস্টাব্দের ২৮ মে বনানীর পবিত্র আত্না মেজর সেমিনারিতে তিনি ডিকন হিসেবে অভিষিক্ত হন। পরে তিনি বিড়ডাকুনি ধর্মপ্ললীতে ডিকন হিসেবে দায়িত্ব পালন করেন।
ডেনিশ বেনেডিক্ট দারু: জন্ম ১৯৮৯ খ্রিস্টাব্দের ২৩ জুলাই ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খালিখালি গ্রামে। পিতা স্বর্গীয় সঞ্জিত চিরান, মাতা সুফলা দারু। চার ভাইয়ের মধ্যে ডেনিশের অবস্থান ২য়। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরে মলাজানি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন ২০০৭ সালে এবং ২০১০ সালে ময়মনসিংহের আলমগীর মনসুর(মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ২০১৫ খ্রিস্টাব্দে ঢাকার নটরডেম কলেজ থেকে বি.এ. ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ঢাকার বনানীতে অবস্থিত পবিত্র আত্না উচ্চ সেমিনারিতে দর্শনশাস্ত্র ও ঐশ্বতত্ত অধ্যয়ন করেন। ২০২২ খ্রিস্টাব্দের ২৮ মে বনানীর পবিত্র আত্না মেজর সেমিনারিতে তিনি ডিকন হিসেবে অভিষিক্ত হন। পরে তিনি ময়মনসিংহের তারাকান্দায় ঢাকুয়া ধর্মপল্লীতে দায়িত্ব পালন করেন।