আন্তর্জাতিক স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবল আসরের পরেই লাতিন আমেরিকান অথবা ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্টের স্থান। এই দুই আসরে নিজেদের শ্রেষ্ঠত্বের জন্যে লাড়াই চলে পুরো টুর্নামেন্টটিতে। গেল এক মাস ধরে চলে নিজেদের শ্রেষ্ঠত্বের লাড়াই। একদিকে ইউরো আর কোপা আমেরিকা টুর্নামেন্ট। দুটিই সমান্তরালে চলছিল।
দুনিয়ার ফুটবল প্রেমিরা এই আসর থেকেই বিশ্বকাপের উত্তেজনার স্বাদ কিছুটা হলেও লুফে নেয়। খেলা সম্প্রচারের সৌন্দর্য, দর্শক উত্তেজনা, মাঠের অবস্থা, রেফারিং মান ইত্যাদিও চুলছেড়া বিচার বিশ্লেষণ করে থাকেন বহু দর্শক শ্রোতা। মোদ্দা কথা, বড় দুই দলের ঘোর সমর্থকদের মধ্যে চলে তুমুল টানটান উত্তেজনা। সম্প্রচারে ইউরো আর কোপা আমেরিকা টুর্নামেন্টের খুব বেশি পার্থক্য না থাকলেও, খেলার মার্ধুয আর শৈল্পিক ভঙ্গির মতোন আপেক্ষিক বিষয়গুলো ভালো দর্শক মাত্রই তা হৃদয়ঙ্গম করে, নয় কি !
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট এবারের আসরে সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা এবং পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিলও জায়গা করে নেয়। ফলে ফুটবল প্রেমিদের কাছে প্রিয় দু’দলের ম্যাচটি অন্যরকম বাড়তি বিনোদন যোগাবে; ঠিক যেন নির্ধারিত ময়দানে বাঘে সিংহে লড়াই। এই ম্যাচকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটতে শুনা যায়।
কোপা আমেরিকা ফুটবল আসরে ১৪ বছর পর বড় কোন টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে।
ম্যাচের সাত মিনিটে লিওনেল মেসির পাস থেকে একটি গোল দিয়ে লওতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও ঐ ম্যাচের নির্ধারিত সময়ে ৬১তম মিনিটে লুইস দিয়াজ ফের কলম্বিয়া আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করে সমতায় ফেরান।
আসরের বেস্ট প্লেয়ার হিসেবে বাছাইয়তো আছেই ! কোপা টুর্নামেন্টের গোলের রেকর্ড বলে এ পর্যন্ত ৪ গোল করে সেমিফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আর্জেটিনার লিওন মেসি, ৫টি গোল করিয়ে টুর্নামেন্টের ‘অ্যাসিস্ট’তালিকায়ও সবার ওপরে। ২ গোল নিয়ে ব্রাজিলের নেইমার। তিনি গোলদাতার তালিকার ৩ নম্বরে রয়েছেন। মেসি আর তাঁর মাঝে আছেন নকআউট পর্বে এসে ছন্দ খুঁজে পাওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্তিনেজ (৩ গোল)। তবে গোল করানোর হিসাবে মেসি আর নেইমারের মাঝে আর কেউ নেই, ৩ গোল করিয়ে সেখানে নেইমার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
এতো কিছুর পরও সবারই একটা প্রশ্ন হলো— কাল কোপা ফাইনাল ম্যাচে কে জিতবে, শিরোপাটি কার ঘরে যাচ্ছে…. ? প্রশ্নটাকে ঘিরে পূর্বানুমান-ভবিষ্যদ্বাণী চলছে। কেউবা বলছে ব্রাজিল আবার কেউবা বলছে আর্জেটিনা জিতবে। এমন অনুমান নির্ভর উত্তরকে সঠিক বলে মাথার ঘাম ঝরানো বুদ্ধিমানের কাজ হবে না, বরং কালকের ধ্রুপদি মহারণ মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ হবে। আমাদের মনে রাখতে হবে শিরোপা জয়ের দৌড়ে কোন দলই পিছিয়ে থাকবে না, পিছিয়ে থাকতে চাইবে না এবং এটাই স্বাভাবিক নয় কি !
কাল রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেটিনা।