আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনা প্রকোপের মধ্যেই নাড়ির টানে আনন্দ উৎসবের আমেজ ভাগাভাগি করতে বাড়ি ফিরে যাচ্ছেন বিশ্বের ইসলাম অনুসারি ধর্মপ্রাণ কোটি কোটি মানুষ। বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা আনন্দ উদযাপনে করোনা ভাইরাস মহামারির মধ্যেও কাল আরেকটি ঈদ উদযাপন করতে যাচ্ছেন । ৩০ দিন কঠোর সিয়াম সাধনার পর কাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশের মুসলমানরা।

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। করোনার ফলে এ বছর ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশে একটি ভিন্ন আবহে। ঈদ আনন্দ যেন করোনা সংক্রমণের উপলক্ষ না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে দেশের মানুষকে। সংক্রমণ এড়াতে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে ঘনিষ্ঠজনদেরও।

বাসস জানিয়েছে, করোনার বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

করোনার দরুন বিভিন্ন জাতীয় ঈদগাহ ময়দানের ঈদ জামাতও অনুষ্ঠিত হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।