খুব শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে এই সময়ের জনপ্রিয় গারো শিল্পী সমাপন স্নাল ও চৈতী মানখিনের নতুন গারো রোমান্টিক গান ‘নাঙকন নামনিকা’। যার বাংলা অর্থ দাঁড়ায় তোমাকেই ভালোবাসি।

গারোহাব মিউজিক ভিডিও

 

ছবি: শিল্পী সমাপন স্নাল ও চৈতী মানখিন

প্রবাসী লেখক ও একনিষ্ঠ সংস্কৃতিকমী লুই সাংমার কাব্যমালায় এর সুর দিয়েছেন ওস্তাদ ফরিদ জাম্বিল। মিউজিক কম্পোজিশান ও ভিডিও পরিচালনা করেছেন সমাপন স্নাল। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি ও ম্যাকআপে ছিলেন মিসরা চিসিম।

‘নাঙকন নামনিক’ গানটির ভিডিও নির্মাণ করেছেন নান্দনিক গারোহাব মিডিয়া পরিবার। এবং এটি গারোহাব এর প্রযোজনায় দ্বিতীয় গান যা পর্দা ওঠার অপেক্ষায়। ভিডিওতে জুটি হিসেবে অভিনয় করেছেন এ প্রজম্মের গারো তরুণ শিল্পী জেমস এম মারাক এবং সিলগিয়া রিছিল। সিলগিয়া রিছিল গারোহাব পরিবারে নতুন মুখ।

স্যুটিংয়ের দৃশ্য: শিল্পী জেমস এম মারাক এবং সিলগিয়া রিছিল

গানটির প্রসঙ্গে মিউজিক প্রযোজক এবং গীতিকার লুই সাংমা বলেন, ‘ভালোবাসার মানুষকে না পাওয়া, কাছে পাওয়ার প্রবল ইচ্ছা, তাকে কাছের পাওয়ার পর পাগলামীর কথা আছে রয়েছে এই গানে। গানটির মিউজিক এবং সব মিলিয়ে খুব দারুণ একটা গান হয়েছে এটি বলে তিনি জানান। এছাড়াও ভিডিওতে চমৎকার গল্প তৈরি করছে যা আপনাকে পেছন স্মৃতি রোমন্থন করতে বাধ্য করবে। আমাদের প্রযোজনায় তৈরি গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

খুব শীঘ্রই গারোহাব নান্দনিক মিউজিক স্টেশনের গারোহাব ইউটিউব চ্যানেলে ‘নাঙকন নামনিকা’গানটি প্রকাশ করবে বলে জানান গারো মিউজিক প্রযোজক জনাব সাংমা।